Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

শেষ ষোলোতে মাদ্রিদ ডার্বি, বেনফিকাকে পেল বার্সা

d5
[publishpress_authors_box]

ড্র মানে লটারি। তবে চ্যাম্পিয়নস লিগের এবারের ড্র পুরোপুরি উন্মুক্ত ছিল না। লিগ পর্বের অবস্থান বিবেচনা করেই নকআউট পর্বের কাঠামো সাজিয়েছে উয়েফা। তাই আজকের (শুক্রবার) ড্র’র আগে শেষ ষোলোর সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে দুটি দলের নাম জেনে গিয়েছিল ক্লাবগুলো

রেকর্ড ১৫বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ যেমন জানত শেষ ষোলোতে খেলতে হবে আতলেতিকো মাদ্রিদ বা লেভারকুসেনের বিপক্ষে। শেষ পর্যন্ত ড্রতে তারা পেল আতলেতিকো মাদ্রিদকে। মাদ্রিদ ডার্বি হচ্ছে তাই শেষ ষোলোতে। রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা শেষ ষোলোতে পেয়েছে বেনফিকাকে। এছাড়া লিভারপুল মুখোমুখি হবে পিএসজির আর বায়ার্ন মিউনিখ জার্মানির অপর দল বায়ার লেভারকুসেনের।

আগে যেমন শেষ ষোলোর পর আবারও ড্র অনুষ্ঠিত হত। এবার তেমন কিছু আর হবে না। কে কোন পথে ফাইনালে যেতে পারে, তা নির্ধারিত হয়ে গেছে আগেই। লিভারপুল যেমন পিএসজিকে হারালে কোয়ার্টার ফাইনালে পাবে অ্যাস্টন ভিলা বা ক্লাব ব্রুগাকে। সেই ম্যাচ জিতলে সেমিফাইনালে তাদের দেখা হতে পারে রিয়াল মাদ্রিদের সঙ্গে। আর ফাইনালের আগে বার্সার সঙ্গে দেখা হওয়ার সুযোগ নেই লিভারপুল বা রিয়ালের।

একই ভাবে বার্সেলোনা শেষ ষোলোতে বেনফিকাকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে পাবে লিল বা বরুসিয়া ডর্টমুন্ড ম্যাচের জয়ীকে।এরপর সেমিফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ (কোনো অঘটন না ঘটলে)। আর ফাইনালে অপেক্ষা করতে পারে লিভারপুল বা রিয়াল মাদ্রিদের কেউ।

এবার লিগ পর্বে শীর্ষে ছিল লিভারপুল। এরপরের অবস্থান বার্সেলোনা (২), আর্সেনাল (৩), ইন্টার মিলান (৪), আতলেতিকো মাদ্রিদ (৫), বায়ার লেভারকুসেন (৬), লিল (৭) ও অ্যাস্টন ভিলা (৮)।  প্লে-অফ জয়ীরা হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ড (১০), রিয়াল মাদ্রিদ (১১), বায়ার্ন মিউনিখ (১২), পিএসভি (১৪), পিএসজি (১৫), বেনফিকা (১৬), ফেইনুর্ড (১৯) ও  ক্লাব ব্রুগা (২৪)।

লিগ পর্বের অবস্থান অনুযায়ী দলগুলোকে চারটি আলাদা ভাগে করা হয়েছে। যেমন ১ ও ২; ৩ ও ৪; ৫ ও ৬ এবং ৭ ও ৮। ১ ও ২ নম্বর দলের ফাইনালের আগে মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। অন্য তিন জোড়ার জন্যও হিসাবটা একই।

শেষ ষোলোতে মুখোমুখি

লিভারপুল : পিএসজি
বার্সেলোনা : বেনফিকা
অ্যাস্টন ভিলা : ক্লাব ব্রুগা
লিল : বরুসিয়া ডর্টমুন্ড
আতলেতিকা : রিয়াল মাদ্রিদ
লেভারকুসেন : বায়ার্ন মিউনিখ
ফেইনুর্ড : ইন্টার মিলান
আর্সেনাল : পিএসভি

কোয়ার্টার ফাইনাল

১ (লিভারপুল/ পিএসজি: অ্যাস্টন ভিলা/ক্লাব ব্রুগা)
২ (আতলেতিকো/রিয়াল মাদ্রিদ: আর্সেনাল/পিএসভি)
৩ (বার্সেলোনা/বেনফিকা: লিল/ বরুসিয়া ডর্টমুন্ড)
৪ (লেভারকুসেন/বায়ার্ন মিউনিখ: ইন্টার মিলান/ফেইনুর্ড)

সেমিফাইনাল

কোয়ার্টার ফাইনাল (১)- কোয়ার্টার ফাইনাল (২)
কোয়ার্টার ফাইনাল (৩)- কোয়ার্টার ফাইনাল (৪)

ম্যাচের সূচি

শেষ ষোলো: ৪-৫ ও ১১-১২ মার্চ
কোয়ার্টার ফাইনাল: ৮-৯ ও ১৫-১৬ এপ্রিল
সেমিফাইনাল: ২৯-৩০ এপ্রিল ও ৬-৭ মে
ফাইনাল: ৩১ মে (মিউনিখ)

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত