Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে অবস্থান জানালো বিসিসিআই

বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্ল।
বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্ল।
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

ইংল্যান্ডকে ওয়ানডে সিরিজ হারানোর পরই অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ জানিয়েছেন, ‘‘এবার পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফিতে চোখ আমাদের।’’ বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোও পাকিস্তানে আগামী বছর হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলতে মুখিয়ে আছে।

চ্যাম্পিয়নস ট্রফির অন্যতম ফেবারিট ভারত অবশ্য এখনও নিশ্চিত নয় পাকিস্তানে খেলা নিয়ে। রাজনৈতিক কারণে দীর্ঘদিন দ্বিপক্ষীয় সিরিজ খেলে না দুই দল। পাকিস্তান সফরেও আসেনি ভারত। এজন্য গত এশিয়া কাপ হয়েছিল হাইব্রিড মডেলে। এবারও রোহিত শর্মা, বিরাট কোহালিদের পাকিস্তানে যাওয়া অনিশ্চিত।

কানপুরে ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট চলার সময় এই প্রতিযোগিতায় দল পাঠানো নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠানো নিয়ে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্ল বলেছেন, ‘‘আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দলের পাকিস্তান সফর নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের অনুমোদনের উপর। এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ‘’

সরকারের অনুমতির গুরুত্ব তুলে ধরে তিনি বললেন, ‘‘যে কোনও সফরের আগে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিতে হয়। অনুমতি নেওয়াই নিয়ম। ভারতীয় ক্রিকেট দল কোনও দেশে সফরে যাবে কী যাবে না, তা ঠিক করে কেন্দ্র। সরকারের সিদ্ধান্তের উপরই সব কিছু নির্ভর করে।’’

শুক্ল আরও যোগ করেন, ‘‘চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সরকার যে সিদ্ধান্ত নেবে, আমরা (বিসিসিআই) সেটা মেনে নিব।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত