Beta
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফি : কবে কখন কোথায় খেলা

champions trophy-054
[publishpress_authors_box]

১৯ ফেব্রুয়ারি পর্দা উঠছে চ্যাম্পিয়নস ট্রফির। ওয়ানডে বিশ্বকাপের পর এই ফরম্যাটের সবচেয়ে বড় আয়োজনে এবারের আয়োজক পাকিস্তান। যদিও ভারত প্রতিবেশী দেশটিতে খেলতে আপত্তি জানানোয় চ্যাম্পিয়নস ট্রফির কিছু ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।

করাচির জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ড। পরের দিন, অর্থাৎ ২০ ফেব্রুয়ারি শুরু হবে বাংলাদেশের মিশন। নিজেদের উদ্বোধনী ম্যাচে নাজমুল হোসেন শান্তরা খেলবে ভারতের বিপক্ষে। এই ম্যাচের মতো ভারতের সব খেলা অনুষ্ঠিত হবে দুবাইয়ে। আয়োজক হয়েও পাকিস্তান তাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে খেলবে মরুর বুকে। এমনকি ভারত ফাইনালে উঠলে শিরোপা নির্ধারণী ম্যাচটিও হবে দুবাইয়ে।

এ কারণে আইসিসি ফাইনালের ভেন্যু চূড়ান্ত করতে পারেনি। বিকল্প রেখেছে দুটি ভেন্যু। ভারত ফাইনালে উঠলে ম্যাচটি হবে দুবাইয়ে। অন্যদিকে রোহিত শর্মারা ফাইনালে উঠতে না পারলে খেলা হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপের চার দল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।

বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান দুই দেশেই খেলবে। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারত ম্যাচ খেলে চলে যাবে পাকিস্তান। সেখানে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে রাওয়ালপিন্ডিতে। গ্রুপের শেষ ম্যাচও একই ভেন্যুতে। স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে শান্তরা মাঠে নামবে ২৭ ফেব্রুয়ারি। অন্য দলগুলোর খেলা কবে, কখন কোথায় দেখে নেওয়া যাক-

গ্রুপ-এ : বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড

গ্রুপ-বি : অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান

তারিখম্যাচভেন্যুসময়
১৯ ফেব্রুয়ারিপাকিস্তান-নিউজিল্যান্ডকরাচিবেলা ৩টা
২০ ফেব্রুয়ারিবাংলাদেশ-ভারতদুবাইবেলা ৩টা
২১ ফেব্রুয়ারিদক্ষিণ আফ্রিকা-আফগানিস্তানকরাচিবেলা ৩টা
২২ ফেব্রুয়ারিঅস্ট্রেলিয়া-ইংল্যান্ডলাহোরবেলা ৩টা
২৩ ফেব্রুয়ারিভারত-পাকিস্তানদুবাইবেলা ৩টা
২৪ ফেব্রুয়ারিবাংলাদেশ-নিউজিল্যান্ডরাওয়ালপিন্ডিবেলা ৩টা
২৫ ফেব্রুয়ারিঅস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকারাওয়ালপিন্ডিবেলা ৩টা
২৬ ফেব্রুয়ারিইংল্যান্ড-আফগানিস্তানলাহোরবেলা ৩টা
২৭ ফেব্রুয়ারিবাংলাদেশ-পাকিস্তানরাওয়ালপিন্ডিবেলা ৩টা
২৮ ফেব্রুয়ারিঅস্ট্রেলিয়া-আফগানিস্তানলাহোরবেলা ৩টা
১ মার্চদক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডকরাচিবেলা ৩টা
২ মার্চভারত-নিউজিল্যান্ডদুবাইবেলা ৩টা
৪ মার্চপ্রথম সেমিফাইনালদুবাইবেলা ৩টা
৫ মার্চদ্বিতীয় সেমিফাইনাললাহোরবেলা ৩টা
৯ মার্চফাইনাললাহোর/দুবাইবেলা ৩টা
  • সব ম্যাচ বাংলাদেশ সময় অনুযায়ী

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত