ঢাকায় গোপন বন্দিশালা ও নির্যাতন সেল হিসেবে পরিচিত ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি : প্রধান উপদেষ্টার প্রেস উইং
ঢাকার উত্তরা, আগারগাঁও ও কচুক্ষেতের তিনটি বন্দিশালা বুধবার পরিদর্শন করেন তিনি। ছবি : পিআইডিএসময় তার সঙ্গে ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য, দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগীরা। ছবি : পিআইডিভুক্তভোগীরা ভয়াবহ নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেন প্রধান উপদেষ্টার সামনে। ছবি: পিআইডি এসময় কেউ বন্দিশালার দেয়াল দেখান, আবার কেউ দেখান ইলেকট্রিক চেয়ার। ছবি : প্রধান উপদেষ্টার প্রেস উইংগোপন বন্দিশালার বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন প্রধান উপদেষ্টাসহ অন্যরা। ছবি : প্রধান উপদেষ্টার প্রেস উইং