Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
[publishpress_authors_box]

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন এই সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার সন্ধ্যা ৭টায় তার ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা হিসেবে এটি হতে যাচ্ছে জাতির উদ্দেশে ড. ইউনূসের চতুর্থ ভাষণ।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতন হলে শূন্যতা পূরণে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই সরকার দায়িত্ব নেয় গত ৮ আগস্ট।

শনিবার (১৬ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের ১০০ দিন পূর্ণ হয়েছে। ছাত্র-জনতার প্রত্যাশা অনুযায়ী ‘রাষ্ট্র মেরামতের’ দায়িত্ব পাওয়া এই সরকার বেশ কয়েকটি ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে।

দায়িত্ব গ্রহণের পর ৮ আগস্টই জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এর দুই সপ্তাহের মাথায় গত ২৫ আগস্ট দ্বিতীয় দফায় জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি, যেখানে ড. ইউনূস কোন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছিলেন, তা তুলে ধরেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ‘পর্বতসম চ্যালেঞ্জ’ রেখে গেছে জানিয়ে সেই ভাষণে তিনি এসব চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত বলেও জানান। একইসঙ্গে জনগণের সহযোগিতা চেয়ে সবাইকে ধৈর্য্য ধরারও আহ্বান জানান ড. ইউনূস।

এরপর তৃতীয় দফায় গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের এক মাস পর দেওয়া সেই ভাষণে তিনি তার সরকারের গৃহীত কয়েকটি সংস্কার উদ্যোগের কথা জানান দেশের মানুষকে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত