Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

ভোটের তারিখ প্রধান উপদেষ্টা জানাবেন : প্রেস উইং

ss-press-wing-24112024
[publishpress_authors_box]

আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে, সে ঘোষণা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকেই দেওয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

রবিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

নির্বাচন কমিশন গঠনের প্রসঙ্গ টেনে এক সাংবাদিক সাধারণ মানুষের মধ্যে নির্বাচনের তারিখ নিয়ে আগ্রহের কথা জানান। এক উপদেষ্টার দেওয়া বক্তব্য, ২০২৬ সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে; সে প্রসঙ্গও টানেন তিনি। সব মিলিয়ে নির্বাচন কবে হতে পারে তা জানতে চান তিনি।

জবাবে অপূর্ব বলেন, “এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঠিক করেননি। ঠিক হলে উনার দপ্তর থেকেই ঘোষণা দেওয়া হবে। বাকি যারা বলেছেন তারা হয়ত নিজের মতামত দিয়েছেন। এখন পর্যন্ত কিছুই কংক্রিট না।”

সংবিধান অনুযায়ী নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশনের। বরাবর প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে সংসদ নির্বাচনের তারিখ ঠিক করেন।

দায়িত্ব নেওয়া নতুন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বিকালে নির্বাচন আয়োজনের বিষয়ে প্রশ্নের জবাবে বলেছেন, “দিনক্ষণ দিয়ে তো এখন বলা যাবে না। আগে দায়িত্বটা নিই, কাজকর্ম বুঝে নিই, আমাদের বুঝতে দেবেন।”

বাংলাদেশে সবশেষ সংসদ নির্বাচন হয়েছে চলতি বছর ৭ জানুয়ারি। সব দলের অংশগ্রহণ না থাকায় শুরু থেকেই নির্বাচনটি নানা সমালোচনার মুখে পড়ে। নির্বাচনে জয় পেয়ে সরকারও গঠন করে বাংলাদেশ আওয়ামী লীগ।

তবে তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট সেই ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট শপথ নেয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ধরনের রাষ্ট্র সংস্কারে হাত দেয় নতুন সরকার। এ লক্ষ্যে গঠন করা হয় ছয়টি সংস্কার কমিশন। যার মধ্যে অন্যতম হলো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, যেটির নেতৃত্ব দিচ্ছেন নির্বাচন ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ বদিউল আলম মজুমদার।

যদিও এখন পর্যন্ত নির্বাচনের তারিখ বা কোনো সময়সীমা ঘোষণা করেনি সরকার। বিভিন্ন সময়ে সেনাপ্রধানসহ সরকারের উপদেষ্টারা বিভিন্ন বক্তব্যে নির্বাচন অনুষ্ঠানের সময় সম্পর্কে কিছু ধারণা দিলেও, সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট করে কিছু বলা হয়নি।

সবশেষ নিয়মিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এটুকু নিশ্চিত করা হলো যে, বরাবরের মতো রাষ্ট্রপতির পরামর্শক্রমে সিইসি নয়, এবার নির্বাচনের তারিখের ঘোষণা আসবে প্রধান উপদেষ্টার তরফ থেকে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত