Beta
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

১২ বলে এক ওভার, ব্যাটার আউট তিনবার

WhatsApp Image 2024-12-31 at 1.47.14 PM
[publishpress_authors_box]

১২ বলে হলো এক ওভার। একজন ব্যাটার এই ১২ বলে দুবার জীবন পেয়ে তৃতীয়বারে আউট হলেন। ওভারটি কি আর শেষ হবে না! এক সময় এমন খেয়াল উঁকি দিয়েছিল দর্শক মনে। তবে শেষ পর্যন্ত ওশান থমাসের ওভারটি শেষ হয়েছে।

খুলনা টাইগার্স ও চিটাগং কিংসের ম্যাচের দ্বিতীয় ইনিংসের শুরুতেই হয়েছে এই ঘটনা। ইনিংসের প্রথম বলেই উইকেট পেয়েছিলেন থমাস। কিন্তু ওভারস্টেপের কারণে তা হয় নো বল। আউট হয়ে বেঁচে যান নাঈম ইসলাম।

ফ্রি হিট বলের পর প্রথম বলটিতে ছক্কা হজম করলেন থমাস। এবারও তা নো বল। পরের দুই বলে দিলেন দুটি ওয়াইড। এরপরের বলে আবার নো বল করলেন। ফ্রি হিট তখনও কার্যকর ছিল। পরের দুটি বলে আর গোল বাঁধেনি। তবে ১ বলেই ততক্ষণে উঠে গেছে ১৫ রান, যা টি-টোয়েন্টিরই সর্বোচ্চ।

চতুর্থ লিগ্যাল ও ততক্ষণে ওশানের অষ্টম ডিলেভারিতে আবার হয় নো বল। এবারও আকাশে বল তুলে দিয়ে ক্যাচ হয়েও ড্রেসিংরুমে ফিরতে হলো না নাঈমকে। আরেকটি ফ্রি হিটে হলো দুই রান। ওভার লিগ্যাল পঞ্চম বলে অবশেষে আউট হলেন নাঈম। পয়েন্টে ক্যাচ দিয়ে।

আর ষষ্ঠ লিগ্যাল ও ওভারের মোট ১২তম ডেলিভারিটি ঠিকঠাক হওয়ায় শেষ পর্যন্ত শেষ হলো ওশান থমাসের গোলযোগে ভরা ম্যারাথন ওভারটি।

মাহিদুলের ঝড়ে খুলনার দুইশো

শান্ত স্বভাবের মাহিদুল ইসলাম অঙ্কনের এই কিছুদিন আগে টেস্ট অভিষেক হলো। তার স্বভাবের মতোই শান্ত ব্যাটিং করে থাকেন অঙ্কন। তার পাওয়ার হিটিংয়ের দক্ষতা কেমন তার সঠিক ঝলক দেখা গেল আজ।

মঙ্গলবার বিপিএলে চিটাগং কিংসের বিপক্ষে পারফেক্ট পাওয়ার হিটিং উপহার দিয়ে মাত্র ১৯ বলে ফিফটি করেছেন অঙ্কন। তার ২২ বলে ৬ ছক্কা ও ১ চারে ৫৯ রানে দুইশো রান করেছে খুলনা টাইগার্স। ৪ উইকেটে ২০৩ রান তাদের। অঙ্কনের পাশাপাশি ৫০ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৭৫ রানের ইনিংস খেলেছেন দলটির অস্ট্রেলিয়ার ব্যাটার উলিয়াম বেসিসটো।

ইনিংসের শেষ ৫ ওভারে অবিশ্বাস্য ব্যাটিং ছিল খুলনার। মাহিদুল অঙ্কনকে থামানোই যাচ্ছিল না। অফস্ট্যাম্পের বাইরের বলে পেছনের পায়ে ভর করে কাভার, এক্সট্রা কাভারের ওপর দিয়ে ছক্কা মেরেছেন। মহেন্দ্র সিং ধোনির বিখ্যাত হেলিকপ্টার শটে মেরেছেন ছক্কা।

এর সঙ্গে চিটাগং ফিল্ডারদের দুটো ক্যাচ মিস ও ভুল থ্রোয়ে বাড়তি রান খুলনার রানের গতি বাড়িয়ে দেয়। শেষ ৫ ওভারে তাই ৭৪ রান পেয়েছে দলটি। বিপিএলে এই আসরে প্রথম দুইশোও তাদের।

চিটাগং কিংসের স্কোয়াডে সাকিব আল হাসান !

অবাক হওয়ারই কথা। ছয় মাসেরও বেশি সময় ধরে যিনি দেশেই পা রাখতে পারছেন না তিনি বিপিএলের স্কোয়াডে কি করে! সাকিব আল হাসানকে ছাড়া এই প্রথম হচ্ছে বিপিএল। কিন্তু বাংলাদেশ অলরাউন্ডারকে কি ভুলে থাকা যাচ্ছে! মোটেও না।

বিপিএলে মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। বাংলাদেশে থাকলে এ ম্যাচে অধিনায়ক হিসেবেই মাঠে নামার কথা ছিল সাকিবের।

কিন্তু তিনি যে দেশে নেই তা তো ক্রিকইনফো জানে না। তাই সাকিবকে অধিনায়ক করেই চিটাগং কিংসের স্কোয়াড ম্যাচের ওয়েবসাইটে তুলে রেখেছে ক্রিকইনফো।

স্বাভাবিক ভাবেই টস হওয়ার পর একাদশ প্রকাশের সঙ্গে সঙ্গে সাকিবের নামটা আর দেখা যায়নি। ম্যাচের টসে জিতে চট্টগ্রাম কিংস আগে বল করার সিদ্ধান্ত নিয়েছে। বিপিএলের প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও বড় স্কোর আশা করছেন দর্শকরা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত