Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪
Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪

ক্রিকেট ভারত চালায়, কে বলবে ওদের বিপক্ষে: গেইল

ggt
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ড বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছলে কোন ভেন্যুতে খেলবে? বিশ্বকাপের সূচিতে এটা ছিল না। কিন্তু ভারত সেমিফাইনালে পৌঁছলে খেলবে গায়ানায়, এটা আগে থেকে ঠিক করে রেখেছিল আইসিসি! গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্সআপ যাই হোক ভেন্যু গায়না। তাহলে আর বিশ্বকাপে সব দলের সমান অধিকারটা থাকল কোথায়?

বিশ্বকাপে ভারত যেখানে নিউইয়র্কে খেলেছে তিনটা ম্যাচ সেখানে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস গ্রুপের চার ম্যাচ খেলেছে চারটা আলাদা ভেন্যুতে। এ নিয়ে লঙ্কান সংসদও হয়েছে উত্তাল। কিন্তু আইসিসির কিছু যায় আসে না।

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলও মুখ খুললেন এ নিয়ে। ‘ডাফানিউজ স্প্রিট অব ক্রিকেট পডকাস্টে’ জেমি আল্টারের সঙ্গে আলাপচারিতায় ক্রিস গেইল বললেন, ‘‘ভারতের উপর কথা বলতে পারে না কেউ কারণ ক্রিকেটটা ভারতই চালায়। ভারতের বিরুদ্ধে কথা বলবে কে? ভারতকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কি আছে কারও? না, আমার মতে কারও নেই।’’

বিশ্বের সব দেশের ক্রিকেটাররা আইপিএলে খেলে। কিন্তু ভারতের কাউকে খেলতে দেওয়া হয় না বাইরের দেশের লিগে। গেইলের ক্ষোভ আছে এ নিয়েও, ‘‘ভারতের কোনও খেলোয়াড় সিপিএল বা বিপিএল খেলে না কিন্তু বিশ্বের সব খেলোয়াড় আইপিএলে খেলে। এই দুটোকে এক করুন উত্তর পেয়ে যাবেন।’’

আইপিএলের যখন এত দাপট তাই এই টুর্নামেন্টের সময় আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ চাইলেন গেইল, ‘‘দেখুন অনেক খেলোয়াড় এখন অবসর নিয়ে আইপিএলে খেলতে যাচ্ছে। এতে তো আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষতি। বিশ্বকাপের সময় শুধু সেটাই হয়, অন্য কোনও খেলা হয় না। আইপিএলের সময়ও সেটা হওয়া উচিত। আইপিএলে বিশ্বের সেরা ক্রিকেটারদের খেলাতে  হলে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রাখতে হবে।’’

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত