Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

বিপিএল ফাইনালে গেইলের চেয়েও এগিয়ে তামিম

g5
[publishpress_authors_box]

টি-টোয়েন্টির ফেরিওয়ালা ক্রিস গেইল। সেই গেইলকেও অন্তত পরিসংখ্যানের দুই জায়গায় পেছনে ফেলেছেন তামিম ইকবাল। বিপিএল ফাইনালে সবচেয়ে বেশি রান ও স্ট্রাইক রেটের রেকর্ডটা বাংলাদেশের সাবেক এই অধিনায়কের।

বিপিএলের দুই ফাইনালে তামিম করেছেন সবচেয়ে বেশি ১৮০ রান। ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল দুই ফাইনাল খেলে করেছেন দ্বিতীয় সেরা ১৭৯ রান। আজ (শুক্রবার) চিটাগং কিংসের বিপক্ষে রেকর্ডটা আরও সমৃদ্ধ করার সুযোগ তামিমের সামনে।

বিপিএল ফাইনালে তামিম ইকবালের স্ট্রাইক রেট সর্বোচ্চ ২০৬.৮৯। গেইলের স্ট্রাইক রেট দ্বিতীয় সেরা ১৭৯.০০। এখানেও গেইলের চেয়ে এগিয়ে তামিম।

২০১৯ সালে বিপিএলের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৬১ বলে অপরাজিত ১৪১ রানের ইনিংস খেলেন তামিম। গত বছর সর্বশেষ বিপিএলের ফাইনালে কুমিল্লার বিপক্ষে ২৬ বলে ৩৯ করেছিলেন তিনি। দুবারই শিরোপা জিতেছে তার দল। 

২০১৯ সালে বিপিএলের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৬১ বলে ১৪১* রানের ইনিংস খেলেন তামিম।

এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে সবচেয়ে বেশি ৩৫৯ রান করেছেন তামিমই। শিরোপা জিততে হলে সবার আগে তাই তামিমকে দ্রুত আউট করার পথটা বের করতে চাইবে চিটাগং।

অধিনায়ক হিসেবেও টানা দ্বিতীয়বার শিরোপা উঁচিয়ে ধরার হাতছানি আছে তামিমের সামনে। মাশরাফি বিন মুর্তজা ও ইমরুল কায়েসের আছে এই নজির।

বিপিএলের প্রথম তিন আসরেই অবশ্য শিরোপা জিতেছিলেন মাশরাফি। প্রথম দুটি ঢাকা গ্ল্যাডিয়েটরস আর পরেরটি কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে। ২০১৭ সালে রংপুর রাইডার্সের হয়ে আরও একবার শিরোপা জেতেন মাশরাফি।

২০২২ ও ২০২৩ সালেও কুমিল্লার হয়ে টানা দুবার বিপিএল চ্যাম্পিয়ন হয়েছিলেন ইমরুল কায়েস। ২০১৯ সালেও শিরোপার স্বাদ পেয়েছিলেন তিনি। অধিনায়ক হিসেবে মাশরাফি আর ইমরুলের মতো আজ টানা দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি তামিমের সামনে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত