ক্লাব বিশ্বকাপ নতুন নয়। সেই ২০০০ সালে যাত্রা শুরু করে ২০০৫ সাল থেকে প্রত্যেক বছর হয়ে আসবে ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াই। তবে সামনের আসর, অর্থাৎ ২০২৫ সালের প্রতিযোগিতা সম্পূর্ণ আলাদা। নতুন আঙ্গিকে ৩২ দলের লড়াইয়ে পুরো বিশ্বকাপেরই আমেজ। বৈশ্বিক লড়াইয়ের এই প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে ইউরোপের সেরা ক্লাবগুলোর সঙ্গে অন্য কনফেডারেশনের দলগুলোর জমজমাট লড়াইয়ের মঞ্চ তৈরি হয়েছে।
ক্লাব বিশ্বকাপে বরাবরই ইউরোপের দাপট। ২০ আসরের মধ্যে কেবল চারবার ইউরোপের বাইরে গেছে শিরোপা। ৩২ দলের বিশ্বকাপেও ইউরোপিয়ান ক্লাবগুলো ফেভারিট। তবে এবার গ্রুপ পর্বেই বেশ কয়েকটি দলকে দিতে হবে পরীক্ষা। মায়ামির ড্র অনুষ্ঠানে একই গ্রুপে পড়েছে ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাস। অন্যদিকে গ্রুপ পর্বের বাধা পেরোতে প্যারিস সেন্ত জার্মেইকে লড়তে হবে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে।
লড়াইয়ের ধার-ভার এতটা না হলেও আলাদা উত্তাপ ছড়াবে রিয়াল মাদ্রিদ ও আল হিলালের লড়াই। ড্র ভাগ্য যে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে নেইমার ও রিয়ালকে। তাছাড়া ব্রাজিল জাতীয় দলের সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়র ও রোদ্রিগোর সঙ্গেও দেখা হয়ে যাচ্ছে তার। অবশ্য তাদের দ্বৈরথ সত্যি হচ্ছে কিনা, সেটা নির্ভর করছে নেইমারের ফিটনেসের ওপর। গত দেড় বছর ধরে চোটের সঙ্গে লড়ছেন এই ফরোয়ার্ড।
এদিকে ইন্টার মায়ামির ক্লাব বিশ্বকাপে সুযোগ পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর। ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র। স্বাগতিক ক্লাব হিসেবে মেজর লিগ সকারের দলটি জায়গা পেয়েছে। কেউ কেউ এটাও বলছে, লিওনেল মেসিকে ক্লাব বিশ্বকাপে খেলানোর জন্যই ফিফার এই নিয়ম। সে যাইহোক, সমালোচনা একপাশে ঠেলে মেসির মায়ামি তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে। ‘এ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ ব্রাজিলের পালমেইরাস, পর্তুগালের পোর্তো ও মিশরের আল আহলি।
কে কার মুখোমুখি
গ্রুপ-এ : পালমেইরাস, পোর্তো, আল আহলি, ইন্টার মায়ামি
গ্রুপ-বি : প্যারিস সেন্ত জার্মেই, আতলেতিকো মাদ্রিদ, বোতাফোগো, শিয়াটল সাউন্ডার্স
গ্রুপ-সি : বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স, বেনফিকা
গ্রুপ-ডি : ফ্লামেঙ্গো, ইএস তিউনিস, চেলসি, ক্লাব লিয়ন
গ্রুপ-ই : রিভার প্লেট, উরাওয়া রেড ডায়মন্ডস, মন্তেরে, ইন্টার মিলান
গ্রুপ-এফ : ফ্লুমিনেন্সে, বরুসিয়া ডর্টমুন্ড, উলসান, মামেলোদি সানডাউনস
গ্রুপ-জি : ম্যানচেস্টার সিটি, ওয়াইদাদ, আল আইন, জুভেন্টাস
গ্রুপ-এইচ : রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুকা, সলসবার্গ