Beta
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

সোমবার বিসিবির সভা সালাউদ্দিন টিকছেন শান্ত কি টিকবেন

sala-shanto
[publishpress_authors_box]

প্রতি আইসিসি আসর শেষেই নিয়ম করে সভা করে বিসিবি। এবারও ব্যতিক্রম নয়। বৃহস্পতিবার চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের বিদায় নিশ্চিত হওয়ার পরপরই দিনক্ষণ ঠিক হয় পরবর্তী বোর্ড সভার। আগামী সোমবার গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে ফারুক আহমেদের কমিটিতে।

সেই সিদ্ধান্তগুলোর একটি যথারীতি চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতা। টুর্নামেন্টে দলের হতাশাজনক কারণ খুঁজে বের করবেন বোর্ড পরিচালকরা। সেই কারণ অনুযায়ী ভবিষ্যত করণীয় ঠিক করা হবে। এছাড়া এই টুর্নামেন্ট পর্যন্ত জাতীয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ সকল কোচিং স্টাফ ও অধিনায়কদের দায়িত্ব বাড়ানো নিয়েও আলোচনা হবে।

সেই আলোচনায় ইতিবাচক সিদ্ধান্তই আসবে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পক্ষে। গত বছরের উইন্ডিজ সফর দিয়ে ২০১১ সালের পর জাতীয় দলের কোচিং স্টাফে পুনরায় যুক্ত হয়েছিলেন এই দেশি কোচ। তার কর্মপদ্ধতিতে বোর্ড সন্তুষ্ট। তাই সিনিয়র সহকারী কোচ হিসেবে সালাউদ্দিনের দায়িত্ব বাড়ছে।

তবে হেড কোচ ফিল সিমন্স থাকছেন কিনা সে ব্যাপারে আলোচনা না করে নিশ্চিত কিছু বলতে পারছে না বিসিবির এক পরিচালক। সিমন্সকে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্তই বাংলাদেশ দলের দায়িত্বে রাখা হয়েছিল। এই কোচকে আপাতত ছেড়ে দিলেও ভালো মানের নতুন বিদেশি কোচ এখন পাওয়া সহজ নয়। তাই এ ব্যাপারে নতুন সিদ্ধান্ত আসতে পারে।

আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে জাতীয় দলের অধিনায়কের পদটিতে। নাজমুল হোসেন শান্ত আগেও নেতৃত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছা জানিয়েছিলেন বোর্ডকে। চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় ইভেন্টের আগে নেতৃত্ব পরিবর্তন করতে চায়নি বলে শান্তকেই দায়িত্বে রাখা হয়।

তবে এই আসরের ব্যর্থতার পর ওয়ানডে ও টেস্টের নেতৃত্বে নতুন কাউকে রাখা হবে কিনা সে ব্যাপারে আলোচনা করবে বিসিবি। ইতিমধ্যে শান্তর ডেপুটি হিসেবে আছেন মেহেদি হাসান মিরাজ। এর আগেও তাকে নেতৃত্বের জন্য বিবেচনা করা হয়েছে। আর টি-টোয়েন্টিতে গত উইন্ডিজ সিরিজের সাফল্য এগিয়ে রেখেছে লিটন দাসকে।

এছাড়া জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তির বিষয়টিও এবার আর ঝুলে থাকবে না। ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহেই চুক্তির তালিকা ঘোষণা করার কথা ছিল। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফি ও তার আগে বিপিএল ব্যস্ততার কারণে তা হয়নি। এবার ১৭ বছর পর বিসিবির চুক্তিতে সাকিবের নাম থাকছে না। মুশফিকুর রহিম টেস্টে থাকলেও তিনি ও মাহমুদউল্লাহ ওয়ানডের চুক্তিতে থাকছেন কিনা সেটাই দেখার।

এর বাইরে ঘরোয়া ক্রিকেটের সূচি পরিবর্তন নিয়ে আলোচনা হবে। বিপিএলের সময়টা আরও একটি এগিয়ে আনা যায় কিনা, এর আগে ঘরোয়া টি-টোয়েন্টির আসরটি কখন হবে। ডিপিএল এপিল-মে মাসের প্রখর তাপে হবে কিনা এসব নিয়ে আলোচনা হবে। এছাড়া খন্ডকালীন দায়িত্বে থাকা পাকিস্তান স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকেও পূর্ণ মেয়াদে রাখার কথা ভাবছে বিসিবি।    

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত