এমবিবিএস কোর্সে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষাকে সামনে রেখে সব ধরনের মেডিকেল ভর্তি কোচিং বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।
দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ১৯টি কেন্দ্রে আগামী ১৭ জানুয়ারি এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ কারণেই প্রতিবারের মতো এবারও মেডিকেল ভর্তি কোচিং বন্ধ রাখার নির্দেশনা এলো বলে জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন।
বুধবার তিনি জানান, এ নির্দেশ অমান্য করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এ আদেশ জারির বিষয়ে জানিয়ে তিনি বলেন, এমবিবিএস কোর্সে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য ১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিচালিত সব ধরনের মেডিকেল ভর্তি কোচিং সেন্টারের অফলাইন ও অনলাইন কার্যক্রম বন্ধ থাকবে।