Beta
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

৩ জেলায় শৈত্যপ্রবাহ, পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৮.৪ ডিগ্রিতে

শীত
প্রতীকী ছবি
[publishpress_authors_box]

পৌষ মাসকে আনুষ্ঠানিকভাবে শীতকালের শুরু ধরা হলেও সাধারণত অগ্রহায়ণের মাঝামাঝি থেকেই দেশে শীতের আমেজ পাওয়া যায়। রাজধানী ঢাকায় এবার সেই আমেজ অগ্রহায়ণের একেবারে শেষ দিকে এসে পাওয়া গেলেও দেশের অন্যান্য অঞ্চলে, বিশেষ করে উত্তরাঞ্চলে শীত জেঁকে বসেছে আগেই। এবার তার সঙ্গে যোগ হয়েছে শৈত্যপ্রবাহ, যা বাড়িয়েছে শীতের তীব্রতা।

শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় তিন জেলা পঞ্চগড়, রাজশাহী ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে। অর্থাৎ এসব জেলায় তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

এর মধ্যে রংপুর বিভাগের জেলা পঞ্চগড়ে শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা এদিন সারাদেশেই সর্বনিম্ন তাপমাত্রা। একইসঙ্গে এই মৌসুমেরও সর্বনিম্ন তাপমাত্রা এটি।

রাজশাহী ও চুয়াঙ্গায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ৯ দশমিক ৭ ও ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন রংপুর ও রাজশাহী বিভাগের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কোনও অঞ্চলে তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ চলছে বলে ধরা হয়।

আর তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মাঝারি, ৪ দশমিক ১ ডিগ্রি থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তীব্র এবং ৪ ডিগ্রি সেলসিয়াস বা তা নিচে নামলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসাবে গণ্য করা হয়।

বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ২০১৮ সালের ৮ জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন এই তাপমাত্রা রেকর্ড হয়।

এই মৌসুমেও শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হলো তেঁতুলিয়ায়। এর আগে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল নওগাঁর বদলগাছীতে। গত ৩০ নভেম্বর সেখানে তাপমাত্রা নেমেছিল ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।

দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকায়ও শীত বেড়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, শুক্রবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

পঞ্চগড়, রাজশাহী ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে জানিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত