Beta
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫

পাঁচ জেলায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা আরও কমার আভাস

winter
[publishpress_authors_box]

মাঝে কয়েকটা দিন শীতের অনুভূতি ছিল অনেকটাই কম। সূর্যও তার অস্তিত্ব জানান দেওয়ায় চারপাশ ছিল রোদে ঝলমল। তবে আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, সারাদেশে রাতের তাপমাত্রা আরও কমবে, বাড়বে শীত। ইতোমধ্যে দেশের পাঁচ জেলায় বইতে শুরু করেছে শৈত্যপ্রবাহ।

বৃহস্পতিবার সকালে নিয়মিত বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও অনেক এলাকায় ছড়িয়ে পড়তে পারে।

দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমের স্বাভাবিক লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে জানিয়ে বুলেটিনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে পরদিন সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

তবে সূর্যের দেখা মেলায় দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর আগে বুধবার রাতে আবহাওয়াবিদ বজলুর রশীদ সকাল সন্ধ্যাকে জানান, বৃহস্পতি ও শুক্রবার তাপমাত্রা কমার শনিবার থেকে আবার তা বাড়তে শুরু করবে।

তাপমাত্রা বৃদ্ধির এই ধারা তিন থেকে চারদিন অব্যাহত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, এরপর মাসের মাঝামাঝি সময়ে তা আবার কমতে শুরু করবে। ১৫ থেকে ১৬ তারিখের দিকে তাপমাত্রা কমে আবার শীত বাড়তে পারে।

এর আগে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, চলতি মাসে দেশজুড়ে এক থেকে তিনটি মৃদু থেকে মাঝারি পর্যায়ের এবং একটি থেকে দুটি তীব্র পর্যায়ের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কোনও অঞ্চলে তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ চলছে বলে ধরা হয়।

আর তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মাঝারি, ৪ দশমিক ১ ডিগ্রি থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তীব্র এবং ৪ ডিগ্রি সেলসিয়াস বা তা নিচে নামলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসাবে গণ্য করা হয়।

বৃহস্পতিবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী বিভাগের জেলা নওগাঁর বদলগাছীতে, ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

চলতি শীত মৌসুমে দেশে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গত ৩ জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ওইদিন সেখানে তাপমাত্রা নেমেছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।

বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেতুঁলিয়াতেই। ২০১৮ সালের ৮ জানুয়ারি সেখানে সর্বনিম্ন ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত