ঢাকাসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনীর কম্বাইন্ড পেট্রলিং শুরু হয়েছে।
সোমবার সন্ধ্যা থেকেই ঢাকাসহ যেসব স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সেসব জায়গায় এই টহল দেখা যাওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ওই সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থান থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিভিন্ন খবর আসছে। চুরি, ডাকাতি, অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, ধর্ষণসহ বিভিন্ন ধরনের অপরাধের পরিমাণ বেড়েছে। সবশেষ রবিবার রাতেও ঢাকার বনশ্রীতে বাড়ির সামনে এক ব্যবসায়ীকে গুলি করে তার কাছ থেকে সোনা ও অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
একের পর এক অপরাধের খবরে দেশের মানুষ যখন আতঙ্কে দিন কাটাচ্ছেন, তাদের উদ্বেগ প্রকাশ পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায়; ঠিক তখন সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর টহল বাড়ানোর খবর এল।
সাংবাদিকদের প্রেস সচিব বলেন, “আমরা যতটা সম্ভব টহল বাড়াব এবং এই টহল আজকে সন্ধ্যা থেকে দেখবেন পুরো ঢাকা শহরে।
“যৌথভাবে টহল কার্যক্রম চলবে। পুলিশ, আর্মি, নেভি, বিজিবি সবাই একসঙ্গে কম্বাইন্ড পেট্রোলিং করবে।”
ঢাকার অনেক জায়গায় চেকপোস্ট বসবে জানিয়ে শফিকুল আলম বলেন, “জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে। তল্লাশী কার্যক্রম চলবে। গোয়েন্দা নজরদারিও আগের চেয়ে বাড়ানো হবে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পুলিশকে শতাধিক মোটর সাইকেল দেওয়া হবে।”
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, কক্সবাজরের পরিস্থিতি নিয়ে পুলিশের এসপি ও প্রশাসনের কাছ থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে। সেগুলো হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সভা থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, “শিগগিরই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।”