Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪
Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪
মিয়ানমারে সংঘাত

ওপারের বিস্ফোরণে আবার কাঁপল এপার

বাংলাদেশ সীমান্ত দিয়ে দেখা যাচ্ছে মিয়ানমারের গ্রাম থেকে ওঠা কালো ধোঁয়ার কুণ্ডলি। ছবি : সকাল সন্ধ্যা
বাংলাদেশ সীমান্ত দিয়ে দেখা যাচ্ছে মিয়ানমারের গ্রাম থেকে ওঠা কালো ধোঁয়ার কুণ্ডলি। ফাইল ছবি
Picture of আঞ্চলিক প্রতিবেদক, কক্সবাজার

আঞ্চলিক প্রতিবেদক, কক্সবাজার

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে আবার বিস্ফোরণের শব্দে কাঁপল কক্সবাজারের টেকনাফ।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে ১০টা থেকে রাখাইনের মংডু টাউনশিপের আশপাশের গ্রাম থেকে থেমে থেমে বিস্ফোরণের বিকট আসে। গত শুক্রবার দুপুর ১টার পর থেকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত ওপার থেকে বিস্ফোরণের কোনও শব্দ আসেনি।

টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান ও সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর হোসেন জানান, টানা পাঁচ দিন সীমান্তের মানুষ শান্তিতে ছিল। ওইসময় কোনও ধরনের বিকট শব্দ পাওয়া যায়নি। বুধবার সকাল থেকে মর্টার শেল ও ভারী গোলার শব্দ শোনা যাচ্ছে।

ইউপি চেয়ারম্যান নুর হোসেন বলেন, “বুধবার সকাল থেকে হঠাৎ বিকট শব্দে বাড়িঘর কেঁপে ওঠে। প্রথমে সবাই মনে করেছিল ভূমিকম্প হচ্ছে।

“যেভাবে বাড়িঘর কেঁপেছে, যেকোনো সময় ধসে পড়তে পারে।”

স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্ত এলাকার লোকজনের ভাষ্যমতে, রাখাইনের মংডু টাউনশিপের যে এলাকায় বর্তমানে হামলা হচ্ছে, সেখানে অধিকাংশ রোহিঙ্গা নাগরিকের বসবাস। মংডু টাউনশিপের আশপাশের এলাকায় নতুন করে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের তীব্রতা বেড়ে যাওয়ায় এমন বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, “টানা পাঁচ দিন কোনও ধরনের বিকট শব্দ পাওয়া যায়নি। তবে আজ থেকে আবার বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফ।”

মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত