Beta
রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
Beta
রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

বারবার বিতর্কে জড়িয়ে যান রাহাত ফতেহ আলী খান

বারবার বিতর্কে জড়িয়ে যান রাহাত ফতেহ আলী খান
[publishpress_authors_box]

কাওয়ালির মঞ্চ থেকে বলিউড সিনেমার গানে সমান তালে শ্রোতাদের মন মাতিয়ে রাখতে রাহাত ফতেহ আলী খানের জুড়ি নেই। গানের পাশাপাশি হুটহাট বিবাদে জড়িয়ে পড়াতেও কিছু কম যান না এই ৫০ বছর বয়সী পাকিস্তানি শিল্পী।

পাকিস্তান থেকে ভারতেও গানের পাশাপাশি বিবাদে জড়িয়ে বহুবার শোরগোল তুলেছেন এই কাওয়াল।

শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে পারফর্ম করেছেন সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।

মেরে রাশকে কামার, জিয়া ধাড়াক ধাড়াক, তুমহে দিল্লাগি, জরুরি থা-এর মত গানের এই গায়কের কয়েকটি অঘটন।

২০১১ সালে ভারতে আটক

নিয়মমাফিক ঘোষণা ছাড়াই বিদেশি মুদ্রা সঙ্গে নিয়ে ২০১১ সালে নিউ দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ধরা পড়েন । এই আটকের খবর একাধিক পত্রিকায় চলে আসে। পাশাপাশি তারকাদের প্রোটোকল ব্যবস্থা নিয়েও চলে আলোচনা।

সম্মানি নিয়ে বিবাদ

২০১৩ সালে পাকিস্তানে এক আয়োজকের সঙ্গে সম্মানি নিয়ে গোল বেঁধো যায় রাহাত ফতেহ আলী খানের। এরপর অবশ্য শিল্পী সঙ্গে চুক্তি ও সম্মানি নিয়ে বিনোদন জগতের অনেকে সরব হয়ে ওঠেন।

কালো টাকা সাদাতেও

২০১৫ সালে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানি লন্ডারিং করার অভিযোগ তোলে রাহাত ফতেহ আলী খানের নামে। ওই সময় এই শিল্পীর ব্যাংক হিসাবও তলব করা হয়। যদিও শেষ পর্যন্ত এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণই পাওয়া যায়নি।

কপিরাইট দ্বন্দ্ব

২০১৭ সালে চাচা নুসরাত ফতেহ আলী খানের ফাউন্ডেশন এনএফএকে থেকে রাহাত ফতেহ আলী খানের নামে অভিযোগ তোলা হয়েছিল। বলা হয়, অনুমতি ছাড়াই তিনি তার চাচার গানের কমপোজিশন ব্যবহার করেছেন। এই অভিযোগ নিয়ে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসে তর্ক গড়িয়েছিল। যদিও পরে আদালতের বাইরেই দুই পক্ষ সুরাহা করে নেয়।

সোশাল মিডিয়ায় টিপ্পনির শিকার

করোনাভাইরাস মহামারীর দিনে একটি ঘরোয়া আয়োজনে সংগীত পরিবেশন করেন রাহাত ফতেহ আলী খান। ওই সময় সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে চলছিল; স্বাস্থ্য নিরাপত্তাই মূল বিষয় ছিল সবার কাছে। এজন্য এই কাওয়ালের কোনো ঘরোয়া আয়োজনে গান গাওয়া ভালো চোখে দেখেনি অনেকেই। সোশাল মিডিয়ায় এদের অনেকেই রাহাত ফতেহ আলী খানের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলেন তখন।

কর্মীকে চড়

এই বছর অর্থাৎ ২০২৪ সালে ঘরের কাজের এক কর্মীকে চড় মারার কারণে আরও তুমুল সমালোচনার মুখে পড়েন রাহাত ফতেহ আলী খান। ঘরের কাজ চলাকালে একজনকে মারধর করেছিলেন, এমন অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তবে ঘটনাটি স্পষ্ট করে জানা যায়নি। ভক্তদের মধ্যে এই ঘটনা নিয়ে ক্ষোভ দেখা গেলেও, রাহাত ঘটনাটি অস্বীকার করে বলেছিলেন, তার সুনাম ক্ষুণ্ণ করতে অপ্রচার চালানো হচ্ছে। তিনি নিশ্চিত করেন, তার সঙ্গে কাজ করে এমন প্রত্যেক কর্মীকে তিনি সম্মান দেন এবং তাদের মর্যাদা নিশ্চিত করেন।

আটক হওয়ার গুজব

সাবেক ম্যানেজার আহমেদের সঙ্গে আইনি ঝামেলায় জড়িয়ে গিয়েছিলেন রাহাত। এর জেরে ২২ জুলাই দুবাইতে মানহানির অভিযোগ করেন আহমেদ। ফলে আটক হন রাহাত। যদিও এই ঘটনাটিও রাহাত অস্বীকার করেছেন। একই সঙ্গে ভিডিও বার্তায় ভক্তদের উদ্দেশে তিনি বলেন, এসব মিথ্যা প্রচারণা যেন কেউ বিশ্বাস না করে।

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহে ঢাকায় শনিবারের এই কনসার্টের আয়োজন করেছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম।

রাহাত ফতেহ আলী খান ‘বিনা পারিশ্রমিকে’ গাইবেন। আর্মি স্টেডিয়ামে কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত।

শুক্রবার মধ্যরাতে ঢাকায় পৌঁছেছেন এই গায়ক। চারদিনের ঢাকা সফরে দুইটি কনসার্টে গাইবেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত