Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪
Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪

কোপা আমেরিকায় থাকছে না অতিরিক্ত সময়

কোপা আমেরিকা-৫২
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

গ্রুপ পর্ব শেষে নকআউটের রোমাঞ্চ নিয়ে হাজির হচ্ছে কোপা আমেরিকা। লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বে যেহেতু দল সংখ্যা কম, তাই কোয়ার্টার ফাইনাল দিয়ে শুরু হচ্ছে নকআউট পর্ব। এই রাউন্ডে ফল নিষ্পত্তি প্রয়োজন। তবে এজন্য অতিরিক্ত সময়ের ব্যবস্থা থাকছে না। নির্ধারিত ৯০ মিনিটে স্কোরলাইন সমতায় থাকলে ম্যাচ চলে যাবে সরাসরি পেনাল্টি শুটআউটে।

ফাইনালের জন্য অবশ্য রাখা হয়েছে অতিরিক্ত সময়। শিরোপার নির্ধারণী মঞ্চে নির্ধারিত সময়ে ফল নিষ্পত্তি না হলে দেওয়া হবে অতিরিক্ত ৩০ মিনিট। এই সময়েও জয়ী দল পাওয়া না গেলে হবে টাইব্রেকার। তবে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের লড়াইয়ে নির্ধারিত ৯০ মিনিটে বিজয়ী দল পাওয়া না গেলে কোনও অতিরিক্ত সময় দেওয়া হবে না। হবে পেনাল্টি শুটআউট।

অবশ্য এই নিয়ম যে প্রথমবার কোপা আমেরিকায় পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, ব্যাপারটা এমন নয়। আগের আসরের কোপা আমেরিকাতেও কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে অতিরিক্ত সময় ছিল না। আর্জেন্টিনাই যেমন কলম্বিয়ার সঙ্গে নির্ধারিত সময়ে সেমিফাইনাল জিততে না পারলে টাইব্রেকারে নিষ্পত্তি হয়েছিল ফল।

এবারের কোপা আমেরিকা হচ্ছে লাতিন অঞ্চরের বাইরে। যুক্তরাষ্ট্রের মাটিতে চলমান এই টুর্নামেন্টে লাতিন আমেরিকার ১০ দলের সঙ্গে যোগ দিয়েছে কনকাকাফ অঞ্চলের ৬ দল। মোট ১৬ দলের প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে আয়োজক যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।

কোয়ার্টার ফাইনালে লড়াইয়ের অপেক্ষায় আছে আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর, পনামা, ভেনেজুয়েলা ও কানাডা। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৭টায় আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে শেষ আটের লড়াই।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত