কয়েকটি দুর্ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর কক্সবাজার সৈকতে প্যারাসেইলিং বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।
নিরাপত্তা ব্যবস্থা যাচাইয়ের পর তা পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম (পর্যটন সেল) মো. মাসুদ রানা।
পর্যটন নগরী কক্সবাজারে বেড়াতে যাওয়া ভ্রমণপিপাসুদের আকাশে উড়ে পাহাড় ও সাগর দেখার স্বাদ দিতে বেসরকারি উদ্যোগে চালু হয়েছিল প্যারাসেইলিং।
কিন্তু এই প্যারাসেলিং করতে গিয়ে অনেকেই জীবনের ঝুঁকিতে পড়েন। যারা প্যারাসেইলিং পরিচালনা করছে, তাদের অদক্ষতা নিয়েও ওঠে প্রশ্ন। প্রশাসনের নির্দেশনা ও শর্ত না মানারও অভিযোগ ওঠে।
প্যারাসেইলিংয়ে দুর্ঘটনা এবং নিরাপত্তা ঝুঁকি নিয়ে গত ১ জুন সকাল সন্ধ্যায় প্রতিবেদন প্রকাশিত হয়।
তার এক সপ্তাহ পর সোমবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্যারাসেইলিং বন্ধ রাখার ঘোষণা আসে জেলা প্রশাসন থেকে।
নির্বাহী হাকিম মাসুদ রানা সকাল সন্ধ্যাকে বলেন, “পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্যারাসেইলিং পরিচালনা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।”
তিনি জানান, প্যারাসেইলিংয়ে ব্যবহৃত সরঞ্জামাদি যাচাই বাছাই, সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা, টেকনিক্যাল টিম কর্তৃক মুল্যায়ন সাপেক্ষে পুনরায় চালু করে দেওয়া হবে। প্যারাসেইলিং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ বিমানবাহিনীর কমান্ডো অফিসার, নৌবাহিনীর দক্ষ প্রশিক্ষক, লাইফ গার্ড ট্রেইনারসহ টেকনিক্যাল টিম সামগ্রিক মুল্যায়ন কার্যক্রম পরিচালনা করবে।
মাসুদ রানা বলেন, “আগামী কয়েকদিনের মধ্যে বিমানবাহিনীর কমান্ডো অফিসার, নৌ বাহিনীর দক্ষ প্রশিক্ষক, লাইফ গার্ড ট্রেইনার দিয়ে মাসব্যাপী প্রশিক্ষণ শুরু হবে। প্রশিক্ষণে মূল্যায়নে যারা সফল হবে, তাদেরকেই প্যারাসেইলিং পরিচালনার অনুমতি দেওয়া হবে।”
এরপর প্রতিমাসেই এই মূল্যায়ন কার্যক্রম চলবে জানিয়ে তিনি বলেন, “কারণ আমরা চাই, কক্সবাজার ভ্রমণে আসা প্রত্যেক পর্যটক নিরাপদে থাকুক।”