Beta
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

নারীর কর্মসংস্থানে বাধা দূরে উদ্যোগ নেওয়ার তাগিদ সিপিডির

CPD-dialogue
[publishpress_authors_box]

নারীদের কর্মসংস্থানে যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো দূর করতে অন্তর্বর্তী সরকারের শ্রম সংস্কার কমিশনকে উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার মোয়াজ্জেম।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানী ঢাকার একটি হোটেলে সিপিডি আয়োজিত ‘বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা, কিশোরী ও যুবাদের কাজের সুযোগ ও কর্মব্যবস্থা’ বিষয়ক সংলাপে তিনি এ তাগিদ দেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছে।

এর অংশ হিসেবে শ্রম অধিকার ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে গত ১৭ নভেম্বর ১০ সদস্য বিশিষ্ট শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশনের প্রধান বাংলাদেশ ইনস্টিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ।

সিপিডির গবেষণা পরিচালক খন্দকার মোয়াজ্জেম বলেন, “নারীর উন্নয়ন এবং পিছিয়ে পড়া গ্রামাঞ্চলে নারীদের এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের শ্রম অধিকার কমিশনকে নারীদের কর্মসংস্থানের প্রতিবন্ধকতাগুলো দূরীকরণের আহ্বান জানাচ্ছি।”

সংলাপে জানানো হয়, নানামুখী প্রতিবন্ধকতার কারণে জেলা পর্যায়ে কিশোরী ও তরুণীদের জন্য চাকরির বাজার অনেক চ্যালেঞ্জিং। যে কারণে শহুরে নারীদের চেয়ে গ্রামীণ নারীরা পিছিয়ে রয়েছে।

অনুষ্ঠানে কিশোরগঞ্জকে পিছিয়ে পড়া জেলা হিসেবে উল্লেখ করে জেলার শ্রমবাজার নিয়ে একটি জরিপ তুলে ধরে খন্দকার মোয়াজ্জেম বলেন, প্রত্যন্ত এলাকাগুলোতে স্থানীয় সরকারের কার্যক্রমের আওতা বাড়াতে হবে।

এছাড়া নারীদের কর্মসংস্থান বাড়াতে ফ্রি প্রশিক্ষণ, উপজেলা পর্যায়ে প্রণোদনার ব্যবস্থা এবং কৃষি ও শিল্প এলাকাগুলোতে কাজের বিনিময়ে অর্থের (পেইড ইন্টার্নশিপ) ব্যবস্থা করার পরামর্শ দেন খন্দকার মোয়াজ্জেম।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত