Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

হুইল চেয়ারে বসে ক্রিকেট

বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে ঢাকার ধানমণ্ডির একটি মাঠে ক্রিকেট খেলার আয়োজন করেছিল জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এই ম্যাচে অংশ নেন হুইল চেয়ার ব্যবহারকারী ক্রিকেটাররা। ছবি : হারুন-অর-রশীদ
বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে ঢাকার ধানমণ্ডির একটি মাঠে ক্রিকেট খেলার আয়োজন করেছিল জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এই ম্যাচে অংশ নেন হুইল চেয়ার ব্যবহারকারী ক্রিকেটাররা। ছবি : হারুন-অর-রশীদ
[publishpress_authors_box]
[publishpress_authors_box]
অভিনব এই ক্রিকেট ম্যাচে বোলার বল করেছেন হুইল চেয়ারে বসে, ব্যাটার ব্যাট করেছেন হুইল চেয়ারে বসে, ফিল্ডার কিংবা কিপারও ছিলেন হুইল চেয়ারে। ছবি : হারুন-অর-রশীদ
অভিনব এই ক্রিকেট ম্যাচে বোলার বল করেছেন হুইল চেয়ারে বসে, ব্যাটার ব্যাট করেছেন হুইল চেয়ারে বসে, ফিল্ডার কিংবা কিপারও ছিলেন হুইল চেয়ারে। ছবি : হারুন-অর-রশীদ
বল হাতে ছুটে চলেছেন একজন ক্রিকেটার, দূরে সতর্ক অবস্থানে ফিল্ডাররা। ছবি : হারুন-অর-রশীদ
ধানমণ্ডির একটি মাঠে মঙ্গলবার বল হাতে ছুটে চলেছেন একজন ক্রিকেটার, দূরে সতর্ক অবস্থানে ফিল্ডাররা। ছবি : হারুন-অর-রশীদ
হুইল চেয়ারে বসেই মুহূর্তের বিজয় উদযাপন। ছবি : হারুন-অর-রশীদ
হুইল চেয়ারে বসেই মুহূর্তের বিজয় উদযাপন। ছবি : হারুন-অর-রশীদ
ম্যাচজুড়ে ছিল টানটান উত্তেজনা। ছবি : হারুন-অর-রশীদ
ম্যাচজুড়ে ছিল টানটান উত্তেজনা। ছবি : হারুন-অর-রশীদ
হুইল চেয়ার নিয়ে খেললেও, ক্রিকেটাররা ছিলেন নিজ নিজ স্থানে দারুণ সক্রিয়। ছবি : হারুন-অর-রশীদ
হুইল চেয়ার নিয়ে খেললেও, ক্রিকেটাররা ছিলেন নিজ নিজ স্থানে দারুণ সক্রিয়। ছবি : হারুন-অর-রশীদ
একটি ক্যাচ ধরে ফেলা কিংবা ছক্কা হাঁকানোর পর এভাবেই উদযাপন করেন খেলোয়াড়রা। ছবি : হারুন-অর-রশীদ
একটি ক্যাচ ধরে ফেলা কিংবা ছক্কা হাঁকানোর পর এভাবেই উদযাপন করেন খেলোয়াড়রা। ছবি : হারুন-অর-রশীদ
হুইল চেয়ারে জীবন আটকে গেলেও খেলোয়াড় হওয়া কিংবা ক্রিকেটার হওয়ার স্বপ্ন যে আটকায়নি, তার প্রমাণ এই খেলোয়ারড়রা। ছবি : হারুন-অর-রশীদ
হুইল চেয়ারে জীবন আটকে গেলেও খেলোয়াড় হওয়া কিংবা ক্রিকেটার হওয়ার স্বপ্ন যে আটকায়নি, তার প্রমাণ এই খেলোয়ারড়রা। ছবি : হারুন-অর-রশীদ
ছুটে আসছে বল, সেটিকে সীমানার বাইরে পাঠিয়ে দিতে প্রস্তুত এই ব্যাটার। ছবি : হারুন-অর-রশীদ
ছুটে আসছে বল, সেটিকে সীমানার বাইরে পাঠিয়ে দিতে প্রস্তুত এই ব্যাটার। ছবি : হারুন-অর-রশীদ
ম্যাচ শেষে একে অন্যের সঙ্গে হাত মেলানোর রীতিও ভোলেননি প্রতিবন্ধিতাসম্পন্ন ক্রিকেটাররা। ছবি : হারুন-অর-রশীদ
ম্যাচ শেষে একে অন্যের সঙ্গে হাত মেলানোর রীতিও ভোলেননি প্রতিবন্ধিতাসম্পন্ন ক্রিকেটাররা। ছবি : হারুন-অর-রশীদ

আরও পড়ুন