Beta
শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫

৪০ বছরের রোনালদোর প্রথম গোল

r2
[publishpress_authors_box]

৩৯তম বছরের শেষ ম্যাচে জোড়া গোল করেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ৪০-এ পা দেওয়ার পর খেলা প্রথম ম্যাচেও করলেন গোল। শুক্রবার সৌদি প্রো লিগে আল ফাইহাকে ৩-০ গোলে হারানো ম্যাচে ৭৪ মিনিটে আল নাসরের হয়ে লক্ষ্যভেদ করেন রোনালদো। এটা ক্যারিয়ারের ৯২৪তম গোল রোনালদোর।

খেলাটা হচ্ছিল আল নাসরের মাঠে। ম্যাচের ৪০তম মিনিটে ৪০ বছরের রোনালদোকে শুভেচ্ছাও জানান ঘরের মাঠের দর্শকরা। করতালি দিয়ে তারা অভিবাদন জানিয়েছেন পর্তুগালের এই কিংবদন্তিকে।

আল নাসরের হয়ে অপর দুটি গোল জন দুরানের। গত জানুয়ারিতে দল বদলের শেষ দিনে অ্যাস্টন ভিলা থেকে আল নাসরে যোগ দিয়েছিলেন দুরান। ২২ ও ৭২ মিনিটে গোল দুটি করেন তিনি।

ম্যাচ শেষে দুরানের উচ্ছ্বাস, ‘‘ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে গোল উদযাপন করেছি। আমার জন্য এটা বিশেষ কিছু।’’

এই জয়ে ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগে তিন নম্বরে উঠে এসেছে আল নাসর। ১৯ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে এক নম্বরে আল ইত্তিহাদ। এক ম্যাচ কম খেলা আল হিলালের পয়েন্ট ৪৬।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত