Beta
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

রোনালদোর ‘ইন্টারনেট ভাঙা’ অতিথির নাম জানা গেল

রোনালদোর ইউটিউব চ্যানেলে অতিথি মিস্টার বিস্ট। ছবি: এক্স
রোনালদোর ইউটিউব চ্যানেলে অতিথি মিস্টার বিস্ট। ছবি: এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

ফুটবল মাঠে তার গোলের পর গোল। বসয় ৩৯ ছাড়িয়ে যাওয়ার পরও তার ফুটবলে তারুণ্যের ছাপ। মাঠের মতো ইন্টারনেট দুনিয়াও কাঁপিয়ে বেড়াচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার তার। ভিডিও শেয়ারিং মাধ্যম ইউটিউবেও রেকর্ড গড়ার ইচ্ছা রোনালদোর।

সেই ইচ্ছা থেকে ‘ইউআর ক্রিস্তিয়ানো’ নামে ইউটিউব চ্যানেল খুলেছেন রোনালদো। খবরটা পুরনো। তবে তার ইউটিউব চ্যানেল ঘিরে কৌতূহল বেড়েছে বিশেষ এক ঘোষণার পর। দিনকয়েক আগে রোনালদো জানান- তার চ্যানেলে এমন একজন অতিথি আসছেন, যার সঙ্গে মিলে ইন্টারনেট ভেঙে দেবেন। রোনালদোর ‘ইন্টারন্টে ভাঙা’ অতিথি কে, সেটি জানাতে অধীর অপেক্ষায় ছিলেন তার ভক্ত ও ফুটবলপ্রেমীরা।

অনেক গুঞ্জন-আলোচনার পর অবশেষে প্রকাশ্যে এলো সেই অতিথির নাম। তিনি ইউটিউব-কিং মিস্টার বিস্ট। ভিডিও শেয়ারিং এই মাধ্যমের সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার তার। রোনালদোর চ্যানেলের সামনের অতিথি ইউটিউবের সবচেয়ে বড় এই তারকা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রোনালদো-মিস্টার বিস্টের সাক্ষাৎকার পর্ব প্রচার হওয়ার কথা।

খবরটা রোনালদো নিজেই জানিয়েছে। তার ইউটিউব চ্যানেলে সামনের পর্বের প্রিমিয়ারের টাইমার দিয়ে শিরোনাম করা হয়েছে- ইন্টারনেট ভাঙতে আমি মিস্টার বিস্টের সঙ্গে দেখা করেছি!

দিনকয়েক আগে রোনালদোর ইউটিউব চ্যানেলে অতিথি হয়ে এসেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের একসময়কার সতীর্থ রিও ফার্ডিনান্ড। তার সঙ্গে আলাপচারিতায় রোনালদো জানান, তার পরবর্তী অতিথি ফার্ডিনান্ডের চেয়েও বিখ্যাত। যিনি ইন্টারনেট ভেঙে দিতে পারেন।

অনেক নাম আলোচনা আসে। যার মধ্যে লিওনেল মেসির নাম উচ্চারিত হয়েছে সবচেয়ে বেশি। রোনালদোর সঙ্গে মেসি বসে কথা বলছেন, ইন্টারনেট ভেঙে দিতে এর চেয়ে বড় ঘটনা আর কী হতে পারে। অনেক গুঞ্জন ওড়াওড়ি শেষে রোনালদো জানালেন মিস্টার বিস্টের নাম।

ইউটিউব দুনিয়ায় সবচেয়ে বিখ্যাত মিস্টার বিস্ট। তার সাবস্ক্রাইবার সংখ্যা রেকর্ড ৩৩ কোটি। রোনালদোর লক্ষ্য, মিস্টার বিস্টের এই সংখ্যা ছাড়িয়ে যাওয়ার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত