Beta
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

মেসির ১০ম হ্যাটট্রিক, একাদশে রোনালদোর ২০০

৩৯ বছর বয়সেও দারুণ ফিট রোনালদো। এরই প্রমাণ দিলেন বাইসাইকেল কিকে গোলের চেষ্টা করে। ছবি : এক্স
৩৯ বছর বয়সেও দারুণ ফিট রোনালদো। এরই প্রমাণ দিলেন বাইসাইকেল কিকে গোলের চেষ্টা করে। ছবি : এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

একটা সময় লা লিগায় গোলের লড়াইয়ে মাততেন লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। নিজেদের সেরা সময়টা ফেলে আসা দুই কিংবদন্তি ছেড়েছেন ইউরোপিয়ান ফুটবল। তবে ক্যারিয়ারের গোধূলি বেলাতেও জাতীয় দলের প্রাণভোমরা তারা। আন্তর্জাতিক গোল আর হ্যাটট্রিকে এখনও ছাড়িয়ে যাওয়ার লড়াই চলছে দুজনের।

বাংলাদেশ সময় বুধবার সকালে বলিভিয়ার বিপক্ষে ৬-০ গোলে জেতা ম্যাচে হ্যাটট্রিক করেছেন মেসি। আন্তর্জাতিক ফুটবলে এটা মেসির যৌথ সর্বোচ্চ ১০ম হ্যাটট্রিক। ১০টা হ্যাটট্রিক আছে ক্রিস্তিয়ানো রোনালদোরও।

সুইডেনের সভেন রিডেলের হ্যাটট্রিক দ্বিতীয় সর্বোচ্চ ৯টি। ইরানের সাবেক ফরোয়ার্ড আলী দাইয়ির ৮টি আর ৭টি হ্যাটট্রিক ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের।

১৮৯ ম্যাচে মেসির গোল ১১২টি যা আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ। ১৩৩ গোল নিয়ে সবাইকে ছাড়িয়ে রোনালদো।

রোনালদোর সমান ১০ম হ্যাটট্রিক করেছেন মেসি। ছবি : এক্স

মঙ্গলবার নেশনস লিগে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল পর্তুগাল। টানা তিন ম্যাচ পর সেই খেলায় গোলের দেখা পাননি রোনালদো। গোল পায়নি পর্তুগালও। গোলশুন্য ড্রতে ম্যাচ শেষ করায় কোয়ার্টার ফাইনালের অপেক্ষা বেড়েছে তাদের।

এই ম্যাচে একাদশে থাকায় একটা মাইলফলকে পা রেখেছেন রোনালদো। এটা ছিল তার ২১৬তম আন্তর্জাতিক ম্যাচ। তবে একাদশে খেললেন ২০০ ম্যাচ। অনন্য কীর্তির ম্যাচে ৩৯ বছর বয়সেও বাইসাইকেল কিক মেরেছিলেন রোনালদো। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় সেটা।

রোনালদোর বাইসাইকেল কিক। ছবি : এক্স

১০ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের এক নম্বর গ্রুপের শীর্ষে আছে পর্তুগাল। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ক্রোয়েশিয়া। পোল্যান্ডের সঙ্গে রোমাঞ্চকর ম্যাচে ৩-৩ গোলে ড্র করেছে তারা।

এ লিগের চার নম্বর গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। সার্বিয়াকে ৩-০ গোলে হারিয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। সুইজারল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করা ডেনমার্ক ৭ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত