Beta
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫

রোনালদোকে জবাব দিলেন রদ্রি

r2
[publishpress_authors_box]

ব্যালন ডি’অর-এর জন্য ফেভারিট ভাবা হচ্ছিল ভিনিসিয়ুসকে। শেষ পর্যন্ত তাকে পেছনে ফেলে মর্যাদার পুরস্কারটা জেতেন রদ্রি। এই ক্ষোভে ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করে পুরো রিয়াল মাদ্রিদ।

কিছুদিন আগে কিংবদন্তি ক্রিস্তিয়ানো রোনালদোও প্রশ্ন তুলেছিলেন ব্যালন ডি’অর রদ্রির পাওয়া নিয়ে। রিয়ালের সাবেক এই তারকা বলেছিলেন,‘‘রদ্রি অবশ্যই যোগ্য তবে পাওয়া উচিত ছিল ভিনিসিয়ুসের। কারণ ও চ্যাম্পিয়নস লিগ জিতেছে আর ফাইনালে গোল করেছে।’’

রোনালদোর এমন মন্তব্যের জবাব দিলেন রদ্রি। ‘এএস’কে দেওয়া সাক্ষাৎকারে স্পেন ও ম্যানচেস্টার সিটির এই তারকা বললেন, ‘‘আমি সত্যিই বিস্মিত হয়েছি। কারণ এই পুরস্কারটা কীভাবে দেওয়া হয়, কীভাবে বিজয়ী নির্বাচিত হয়- রোনালদো ভালোভাবে জানে এটা।’’

রোনালদো পাঁচবার জিতেছেন ব্যালন ডি’অর। তিনিও সেরা হয়েছেন সাংবাদিকদের দেওয়া ভোটেই। রদ্রিকে ভোট দিয়েছেন সেই সাংবাদিকরাই। রদ্রির বিস্ময়টা বেশি এজন্য, ‘‘এ বছর আমাকে যে সাংবাদিকরা ভোট দিয়ে সেরা নির্বাচিত করেছেন হয়তো তারাই কোন পর্যায়ে সেরার ভোট দিয়েছেন রোনালদোকে, কল্পনা করছি তিনি সেটা মেনেও নিয়েছেন।’’

চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে রদ্রি। তিনি না থাকার মূল্য সবচেয়ে বেশি দিচ্ছে ম্যানসিটি। সবশেষ ১৩ ম্যাচে কেবল দুটি জিতেছে তারা। এই মৌসুমে কি আর ফিরতে পারবেন রদ্রি?

এমন প্রশ্নে আত্মবিশ্বাসী রদ্রি,‘‘এই মৌসুমে শেষ দিকে আমি ফিরতে চাই। আমি ক্লাব বিশ্বকাপ আর নেশনস লিগ খেলতে চাই।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত