Beta
রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
Beta
রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
গ্লোব সকার অ্যাওয়ার্ডসে সেরা ভিনিসিয়ুস

রোনালদো বললেন, ‘ভিনির সঙ্গে অন্যায় হয়েছে’

r52
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

পেশাদার ক্যারিয়ারে প্রথম খেলোয়াড় হিসেবে ৯০০ গোল করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ২০২৩-২৪ মৌসুমে ৪৫ ম্যাচে ৪৪ গোলের পাশাপাশি করেছিলেন ১৩ অ্যাসিস্টও। এরই স্বীকৃতি পেলেন রোনালদো

গ্লোব সকার অ্যাওয়ার্ডসে মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন তিনি। সর্বকালের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও দেওয়া হয়েছে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৯১৬ গোল করা রোনালদোকে।

৩৯ বছর বয়সী এই তারকার কাছে জানতে চাওয়া হয়েছিল অবসরের পরের পরিকল্পনা নিয়ে। রোনালদো জানালেন, ‘‘কোচ হব না কখনোই। সভাপতি (কোন ক্লাবের), না। ক্লাবের মালিক হব হয়তো।’’

নির্দিষ্ট কোন ক্লাব কেনার কথা ভাবনায় আছে কিনা জানতে চাইলে বললেন, ‘‘এখনই না, হয়তো কয়েকটা। এটা সময় ও সঠিক সুযোগের ওপর নির্ভর করছে।’’

অনলাইনে ভোটের মাধ্যমে দেওয়া হয় গ্লোব সকার অ্যাওয়ার্ডস। এবার ভোট দিয়েছেন ২০০টি দেশ ও অঞ্চলের রেকর্ড ১০ কোটি ভক্ত। তাতে সেরা খেলোয়াড় ও সেরা ফরোয়ার্ডের পুরস্কার জিতেছেন ভিনিসিয়ুস জুনিয়র।

রোনালদো মনে করেন ভিনিসিয়ুসের ব্যালন ডি’অরও জেতা উচিত ছিল, ‘‘সে-ই (ভিনিসিয়ুস) ছিল গোল্ডেন বল (ব্যালন ডি’অর) জয়ের যোগ্য। সবার সামনে বলছি, অন্যায় করা হয়েছে। তারা এটা রদ্রিকে দিয়েছে, সে-ও জয়ের যোগ্য, তবে এটা ভিনিসিয়ুসকে দেওয়া উচিত ছিল। কারণ, সে চ্যাম্পিয়নস লিগ জিতেছে আর ফাইনালে গোল করেছে। এই অনুষ্ঠানগুলো এমনই। তারা সব সময় এই কাজই করে।’’

সেরা খেলোয়াড় ও সেরা ফরোয়ার্ডের পুরস্কার জিতেছেন ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : এক্স

এরপর ভিনিসিয়ুস বলেন, ‘‘যদি ক্রিস্তিয়ানো বলে আমি সেরা, তাহলে আমিই সেরা। আমি এটা বিশ্বাস করি, সে আমার আদর্শ।’’

ব্যালন ডি’অরে রদ্রির কাছে ৪১ পয়েন্টে হেরেছিলেন ভিনি। তবে ফিফার দ্য বেস্ট হন তিনিই।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত