Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

সাকিবদের লিগে এবার ৩ বলে ৩০ রান!

shanak1
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

অস্বাভাবিক সব কাণ্ড ঘটছে আবুধাবি টি-টেন লিগে। রশিদ খান, সাকিব আল হাসান, ফাফ দু প্লেসিস, সুনীল নারিনসহ বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটাররা খেলছেন এই টুর্নামেন্টে। সেখানেই গত শুক্রবার অস্বাভাবিক এক নো বল করে আলোচনায় এসেছিলেন আরব আমিরাতের হযরত বিলাল।

একই লিগে এবার ৩ বলেই ৩০ রান দিলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক দাসুন শানাকা! সোমবার দিল্লি বুলস ও সাকিবদের বাংলা টাইগার্স ম্যাচে ঘটেছে এই ঘটনা, যা নিয়ে দানা বাঁধছে স্পট ফিক্সিংয়ের সন্দেহ।

সেই ওভারে শানাকা এভাবেই দিয়েছেন ৩ বলে ৩০ রান।

নবম ওভারে সাকিব বল তুলে দেন শানাকার হাতে। প্রথম বলে নিখিল চৌধুরী মারেন বাউন্ডারি। পরের দুটি নো বল, দুই বলেই বাউন্ডারি মারেন নিখিল।

ওভারের দ্বিতীয় বৈধ বলেও ভারতের ব্যাটার নিখিল মারেন বাউন্ডারি, তৃতীয় বলে মারেন ছক্কা। শানাকার পরের দুটি বলও ছিল নো এর শেষ বলটিতে হয়েছে বাউন্ডারি। তাতে ৩ বলে এসেছে ৩০ রান!

এক ওভারে শানাকা করেন ৪টি নো বল। খেলা কিন্তু ১০ ওভারের। ছবি : এক্স

সেই ওভারে শানাকার খরচ ৩৩ রান। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে ফিক্সিং নিয়ে। এক ভক্ত এ নিয়ে মন্তব্য করেছেন আইসিসিকে ট্যাগ করে।

দিল্লি শুরুতে ব্যাট করে পায় ৬ উইকেটে ১২৩ রানের পুঁজি। ২ বল বাকি থাকতে ৭ উইকেটের জয় নিশ্চিত করে সাকিবদের বাংলা টাইগার্স। সাকিব বল হাতে ১ ওভারে ২৫ রান দিয়ে ছিলেন উইকেটহীন। ১৫ বলে ৫০ করে ম্যাচ সেরা হয়েছেন লিভিংস্টোন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত