Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

ডেঙ্গু : ফের একদিনে ১০ মৃত্যু

dengue2
[publishpress_authors_box]

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর সংখ্যা এটি, এর আগে ২ নভেম্বরেও একই সংখ্যক মানুষের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত ১০ জনসহ নভেম্বরে মাসে মৃতের সংখ্যা দাঁড়াল ১৩৩ জনে। আর চলতি বছরে এখন পর্যন্ত মৃত্যু হলো মোট ৪৪৮ জনের।

মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকা বিভাগের চারজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে তিনজন, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে মারা গেছেন একজন করে।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মারা যাওয়া ৪৪৮ জনের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালগুলোয়। যার সংখ্যা ১৯৩ জন।

অধিদপ্তরের তথ্যমতে, গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৬ জন। তাদের নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সরকারি তালিকাভুক্ত রোগী সংখ্যা ৮৫ হাজার ৭১২ জন। যাদের মধ্যে ৮১ হাজার ৪৫৬ জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

মোট এই রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকা উত্তর সিটি করপোরেশনে; ১৮ হাজার ২৫৩ জন। চলতি মাসে এখন পর্যন্ত রোগী ভর্তি হয়েছে ২৩ হাজার ৮৯৫ জন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত