Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

ডেঙ্গু : আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪৪ জন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
[publishpress_authors_box]

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি হিসেবে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়াল ৫৩৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মারা গেছে চার ডেঙ্গু রোগী, ভর্তি হয়েছে ৪৪৪ জন। তাদের এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি মোট রোগী সংখ্যা হলো ৯৭ হাজার ৬০৩ জন।

কেবল চলতি ডিসেম্বরেই হাসপাতালে ভর্তি হয়েছে ছয় হাজার ১৩৪ জন, মারা গেছে ৪৮ জন।

মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে মৃত্যু হয়েছে দুইজনের আর ঢাকা দক্ষিণ সিটি ও চট্টগ্রাম বিভাগে হাসপাতালে একজন করে। তাদের মধ্যে তিনজন নারী আর একজন পুরুষ।

হাসপাতালে ভর্তি হওয়া ৪৪৪ জনের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের হাসপাতালে ভর্তি হয়েছে ১৬৯ জন, ঢাকা বিভাগে ৮৯ জন, চট্টগ্রামে ৭৩ জন, খুলনায় ৪৫ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ২৩ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন এবং সিলেট বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছে দুইজন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন এক হাজার ৯১৬ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৭৯১ জন; আর অন্যান্য বিভাগের হাসপাতালে আছেন এক হাজার ১২৫ জন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত