এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের এক সপ্তাহে মৃত্যু হলো ৩৪ জনের।
শনিবার সবশেষ ২৪ ঘণ্টায় মৃত্যুর এই তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সে অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে পাঁচ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬২ জন।
তাদের নিয়ে চলতি মাসের প্রথম সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৩৪ জনের আর এ সময়ে হাসপাতালে ভর্তি রোগী সংখ্যা দাঁড়াল চার হাজার ১৬৩ জনে।
নতুন যে পাঁচ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাকি দুজনের মধ্যে ঢাকা বিভাগ আর চট্টগ্রাম বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন একজন করে।
এদের মধ্যে তিনজন নারী আর দুইজন পুরুষ।
তাদের নিয়ে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃত্যু হলো ৫২২ জনের।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৫৬২ জনের মধ্যে ঢাকার দুই সিটির হাসপাতালে ভর্তি হয়েছে ২৬৮ জন, ঢাকা বিভাগের হাসপাতালে ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, বরিশাল বিভাগে ৫৩ জন, রাজশাহী বিভাগে ৩৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে দুইজন আর সিলেট বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছে চারজন।
সরকারি হিসেবে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা হলো ৯৫ হাজার ৬৩২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছে দুই হাজার ৪০৮ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৯৯৬ জন আর ঢাকার বাইরে ভর্তি আছে এক হাজার ৪১২ জন।