Beta
সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
Beta
সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

ডেঙ্গু : হাসপাতালে ভর্তি রোগী ছাড়াল ৮৭ হাজার

ss-dengue-dhaka-hospital-11112024-02
[publishpress_authors_box]

দেশে ডেঙ্গু আক্রান্তে রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সবশেষ ২৪ ঘণ্টায় আরও ৯৩৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। যাদের নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৮৭ হাজার ছাড়িয়ে গেল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। যাদের নিয়ে এ বছর মৃতের সংখ্যা দাঁড়াল ৪৬১ জনে।

এছাড়া নতুন ভর্তি হওয়া রোগীদের নিয়ে মোট হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে হয়েছে ৮৭ হাজার ৭২৫ জন।

কেবল নভেম্বরের ২৪ দিনেই হাসপাতালে ভর্তি হয়েছে ২৫ হাজার ৯০৮ জন, মৃত্যু হয়েছে ১৪৬ জনের।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। এছাড়া মোট মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯৭ জন, ঢাকা উত্তর সিটির ৮৪ জন, বরিশাল বিভাগের ৪৯ জন, চট্টগ্রাম বিভাগের ৪৬ জন, ঢাকা বিভাগের ৩৭ জন, খুলনা বিভাগের ২৬ জন, ময়মনসিংহ বিভাগের ১৩ জন, রাজশাহী বিভাগের ছয়জন, রংপুর বিভাগের দুইজন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাসিন্দা ছিলেন একজন।

পাশাপাশি এ বছর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৮৩ হাজার ৭৩৬ জন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত