দেশে চলতি বছর একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা আবারও রেকর্ড ছাড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৩৮৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগে গত ৫ নভেম্বর এক দিনে এক হাজার ৩৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছিল, যা ছিল একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তির সংখ্যা।
রবিবারের হিসাব সেটাও ছাড়িয়ে গেল।
অন্যদিকে, হাসপাতালে ভর্তি রোগী যেদিন রেকর্ড ছাড়াল সেদিন মৃতের সংখ্যা আট। এই আট জনকে নিয়ে নভেম্বরের ১৬ দিনে মৃত্যু হলো ১০০ জনের।
নতুন ভর্তি হওয়া রোগীদের চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসাপতালে ভর্তি হলো মোট ৭৯ হাজার ৯৮৪ জন। তাদের মধ্যে ৭৫ হাজার ৫৩৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
মোট রোগীর মধ্যে নারীর হার ৩৬ দশমিক নয় শতাংশ আর পুরুষ রোগীর হার ৬৩ দশমিক এক শতাংশ।
মোট ৭৯ হাজার ৯৮৪ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকা উত্তর সিটি করপোরেশনে, যার সংখ্যা ১৭ হাজার ৫৬ জন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটিতে রোগী সংখ্যা ১৪ হাজার ৪৮৬ জন।
সবশেষ আটজনকে নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মোট মৃত্যু হলো ৪১৫ জনের।