ডেঙ্গুতে বছরের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে কমেছে বলে জানিয়েছে সরকারি প্রতিষ্ঠানটি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬ জন। আগের দিন ১ জানুয়ারিও ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি; হাসপাতালে ভর্তি হয় ৮৬ জন।
অধিদপ্তরের তথ্যানুযায়ী, নতুন ভর্তি ৫৬ জনের মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালে রয়েছে আট জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাসপাতালে ১৮ জন ও উত্তর সিটি কর্পোরেশনের হাসপাতালে ১৪ জন। এছড়া খুলনা বিভাগে ছয় জন, চট্টগ্রাম বিভাগে পাঁচ জন, বরিশাল বিভাগে তিন জন এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছে একজন করে।
তাদের নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগী সংখ্যা ১৪২ জন।
অধিদপ্তরের তথ্য বলছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০২৪ সালে হাসপাতালে ভর্তি হয় এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।