Beta
বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫

দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৫৭০

Dengue cases break annual record in Bangladesh as death toll nears 500
[publishpress_authors_box]

দেশে সরকারি হিসেবে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা হয়েছে ৫৭০, যার মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় মারা গেছে একজন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি বরিশাল বিভাগের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পুরুষ এই রোগীর বয়স ৬১ থেকে ৬৫ বছরের মধ্যে।

তাকে নিয়ে চলতি বছর মোট ৫৭০ জনের মৃত্যুর খবর দিয়েছে অধিদপ্তর। এদের মধ্যে চলতি মাসে মৃত্যু হয়েছে ৮২ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাপসাতালে ভর্তি হয়েছে ১০৪ জন। তাদের নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি হওয়া রোগী সংখ্যা এক লাখ ৮৬৮ জন আর চলতি মাসে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে নয় হাজার ৩৯৯ জন।

হাসপাতালে ভর্তি হওয়া ১০৪ জনের মধ্যে ঢাকা দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩ জন, ঢাকা বিভাগে ৩৩ জন, চট্টগ্রাম সাতজন, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে তিনজন করে, বরিশাল বিভাগে ১৩ জন এবং খুলনা বিভাগে দুইজন।

মোট রোগীর মধ্যে ঢাকার দুই সিটির হাসপাতালে ভর্তি হয়েছে ৪০ হাজার ৩০৬ জন আর এর বাইরের হাসপাতালে ভর্তি হওয়া রোগী সংখ্যা ৫০ হাজার ৫৬২ জন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত