Beta
সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫

৩ দিন পর ডেঙ্গুতে আবার মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি  রোগী। ফাইল ছবি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী। ফাইল ছবি
[publishpress_authors_box]

বছর শুরুর চতুর্থ দিনে এসে ডেঙ্গুতে একজনের মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬ জন।

এইডিস মশাবাহিত এই রোগে ২০২৪ সালে ৫৭৫ জনের মৃত্যুর পর ২০২৫ সালের প্রথম দুই দিনে কারও মৃত্যুর খবর আসেনি।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তি একজন পুরুষ। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের ঢাকা নগরীর ২১ জন, নগরীর বাইরে ঢাকা বিভাগের ১০ জন, চট্টগ্রাম বিভাগের ১৩ জন, বরিশাল বিভাগের নয়জন, খুলনা বিভাগের দুজন এবং ময়মনসিংহ বিভাগের একজন।

তাদের নিয়ে এবছরের চার দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগী সংখ্যা দাঁড়াল ২২১।

২০২৪ সালে দেশে এক লাখের বেশি মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত