Beta
বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫

ডেঙ্গু : মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৬৭ রোগী

ss-dengue-dhaka-hospital-11112024-03
[publishpress_authors_box]

ফের ডেঙ্গুতে মৃত্যুহীন দিনের খবর জানাল স্বাস্থ্য অধিদপ্তর। আর তাতে করে মোট মৃত্যু সংখ্যা ৫৬৫ জনই থাকল।

তবে কেউ মারা না গেলেও মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই সময়ের মধ্যে কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। এর আগে গত ১৫ ডিসেম্বর এবং তারও আগে গত চার অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যুহীন ছিল দেশ।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৬৭ জনকে নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারি হিসেবে হাসপাতালে ভর্তি হলো এক লাখ ৫৫৮ জন।

মোট রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৯৯ হাজার ৫৮ জন। চলতি মাসে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে নয় হাজার ৮৯ জন আর চলতি মাসে মৃত্যু হয়েছে ৭৭ জনের। 

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত