Beta
মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
Beta
মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

ডেঙ্গু : এক জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪ জন

Dengue cases break annual record in Bangladesh as death toll nears 500
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

দুইদিন পর ফের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৪৪ জন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স ছিল ৬১ থেকে ৬৫ বছরের মধ্যে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মোট ৪৪ জনের।

যার মধ্যে পুরুষ ২০ জন আর নারী ২৪ জন। মৃত্যুহারে পুরুষের হার ৪৫ দশমিক পাঁচ শতাংশ আর নারী মৃত্যুহার ৫৪ দশমিক পাঁচ শতাংশ।

অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৪৪ জনের মধ্যে বরিশালের তিনজন, চট্টগ্রাম বিভাগের ২৪ জন, খুলনা বিভাগের দুইজন আর ঢাকা বিভাগের রয়েছেন ১৫ জন।

সব মিলিয়ে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি হয়েছে তিন হাজার ৬৫১ জন। তাদের মধ্যে পুরুষ দুই হাজার ২১৭ জন আর নারী ১ হাজার ৪৩৪ জন।

তবে অধিদপ্তরের মোট এই রোগী সংখ্যা কেবলই অধিদপ্তরের তালিকাভুক্ত রোগীর হিসাব। সরকারি এই প্রতিষ্ঠানের তালিকাভুক্তির বাইরে, চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারের চিকিৎসা নেওয়া ও বাড়িতে থেকে চিকিৎসা নেওয়া রোগী সংখ্যা এই তালিকায় অর্ন্তভুক্ত নেই।

সে হিসেবে প্রকৃত রোগী সংখ্যা এর চাইতে অনেক বেশি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত