২০২৪ সালে দেশে এক লাখের বেশি মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।
এর মধ্যে বছরের শেষ দিন মঙ্গলবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৪ জনের হাসপাতালে ভর্তি আর দুইজনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আর মৃত্যুর এই হিসাব দেওয়া হয়েছে।
যাদের নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগী সংখ্যা এক লাখ এক হাজার ২১৪ জন, আর মোট মারা গেছে ৫৭৫ জন।
অধিদপ্তরের তথ্যমতে, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের হাসপাতালে ভর্তি হয়েছে ২৮ জন, ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, বরিশাল বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে দুইজন আর সিলেট বিভাগে একজন।
যে দুজনের মৃত্যু হয়েছে তারা ঢাকার দুই সিটির হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে একজন পুরুষ আর অন্যজন নারী।
অধিদপ্তর জানাচ্ছে, চলতি বছরে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে এক লাখ ৪০ জন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।