ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও আটজনের মৃত্যু হয়েছে। এসময়ে মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১০০ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগেরদিন সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারানো আটজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চারজন। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুইজন। বাকিদের একজন ঢাকা ও অন্যজন চট্টগ্রাম বিভাগের।
তাদের নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মোট ২৩৪ জনের। দেশের ইতিহাসে এই সংখ্যা মৃত্যুতে তৃতীয় সর্বোচ্চ। এর আগে ২০২৩ সালে এ রোগে মৃত্যু হয়েছিল এক হাজার ৭০৫ জনের আর ২০২২ সালে মৃত্যু হয়েছিল ২৮১ জনের।
অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১০০ জন। তাদের নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সরকারি হিসেবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে মোট ৪৭ হাজার ৫০ জন।
নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ১০০ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে; ২৪২ জন। এরপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে রয়েছে ১৬০ জন, ঢাকা বিভাগে ১৮৪ জন, ময়মনসিংহে ৩২ জন, চট্টগ্রামে ১৪৮ জন, খুলনায় ১৪৩ জন, রাজশাহী বিভাগে ৪০ জন, রংপুর বিভাগে ২৬ জন, বরিশাল বিভাগে ১২১ জন এবং সিলেট বিভাগে চারজন।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে ৪৩ হাজার ২৮ জন, বর্তমানে চিকিৎসাধীন রয়েছে তিন হাজার ৭৮৮ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ৭৯৭ জন আর ঢাকার বাইরের হাসপাতালে আছেন এক হাজার ৯৯১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ হাজার ১১২ জন আর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭১ জনের।