গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৫৯৬ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে সাতজনের।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন করে হাসপাতালে ভর্তি হওয়াদের নিয়ে চলতি বছরে সরকারি হিসেবে ডেঙ্গু রোগী দাঁড়াল ৯৬ হাজার ২২৮ জনে। এ সময়ে মোট মৃত্যু হলো ৫২৯ জনের।
অধিদপ্তরের তথ্য বলছে, শনিবার সকাল আটটা থেকে রবিবার সকাল আটটা পর্যন্ত মশাবাহিত এ রোগে প্রাণ হারানো সাতজনের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাকিদের মধ্যে ঢাকা বিভাগ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ময়মনসিংহ বিভাগ আর রাজশাহী বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন একজন করে। এই সাতজনের মধ্যে চারজন পুরুষ আর তিনজন নারী।
হাসপাতালে নতুন করে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশনের হাসপাতালে ভর্তি হয়েছে ২২৮ জন, ঢাকা বিভাগে ১৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ৬৭ জন, খুলনা বিভাগে ৭২ জন, বরিশাল বিভাগে ৩১ জন, রাজশাহী বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, রংপুর বিভাগে আটজন আর সিলেট বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছে দুইজন।
চলতি মাসের প্রথম আটদিনে মৃত্যু হলো ৪১ জনের, এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে চার হাজার ৭৫৯ জন।
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে অক্টোবরে; ৩০ হাজার ৮৭৯ জন আর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে ১৭৩ জন।