ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে তাদেরও আছে অবনমিত হওয়ার ইতিহাস। ৫০ বছর আগে সর্বশেষ প্রথম বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে নেমে গিয়েছিল দলটি। ওই আশঙ্কা এবার উঁকি দিচ্ছে। দলটির কোচ রুবেন আমোরিমও অবনমন হওয়ার ‘সম্ভাবনা’ উড়িয়ে দিচ্ছেন না। পর্তুগিজ কোচ ওল্ড ট্র্যাফোর্ডে এসে ভাগ্য বদলাতে পারেননি। তাহলে কি নতুন খেলোয়াড় যোগ করে সাফল্য খুঁজবে ইউনাইটেড?
এ ব্যাপারে আমোরিমের ‘না’। দল ভালো পারফর্ম করতে না পারলেও জানুয়ারির দলবদলে খেলোয়াড় কিনবে না ইউনাইটেড। ২০২৪ সালের শেষ ম্যাচেও হেরেছে তারা। ঘরের মাঠে নিউক্যাসলের কাছে হেরেছে ২-০ গোলে। এ নিয়ে টানা তিন হোম ম্যাচে হার দেখল ইউনাইটেড। সব মিলিয়ে টানা তৃতীয় হারে পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে নেমে গেছে দলটি।
পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থায় অবনমনের শঙ্কা জেগেছে নতুন কোচ আমোরিমের মনে। অনেক প্রত্যাশা নিয়ে তিনি ওল্ড ট্র্যাফোর্ডের দায়িত্ব নিলেও দলের পারফরম্যান্সে বদল আনতে পারেননি। বরং এরিক টেন হাগের সময়কার চেয়ে আরও বেশি খারাপ অবস্থা ইউনাইটেডের।
এরপরও খেলোয়াড় কিনে সাফল্য খোঁজ করতে রাজি নন আমোরিম। নিউক্যাসল ম্যাচ শেষে পর্তুগিজ কোচ বলেছেন, “জানুয়ারিতে আমাদের এটার (খেলোয়াড় কেনার) সম্ভাবনা নেই। আমার চেয়ে আপনারাই পরিস্থিতি ভালো জানেন। আমি এখানে অনেক অর্থ খরচ করে গোটা দলকে বদলে দিতে আসিনি। আপনিও দলের বর্তমান অবস্থা জানেন, সুতরাং এখন এই বিষয় (খেলোয়াড় কেনা) নিয়ে কথা বলার সময় নয়।”
প্রিমিয়ার লিগে সর্বশেষ ছয় ম্যাচের পাঁচটিতে হেরেছে ইউনাইটেডের। মাঝে যে জয়টি এসেছে, তা নিয়ে নতুন শুরুর ইঙ্গিত দিয়েছিল রেড ডেভিলস। নগরপ্রতিপক্ষ ম্যানচেস্টার সিটিকে তাদেরই মাঠে হারিয়ে এসেছিল ইউনাইটেড। কিন্তু পরের তিন ম্যাচে শুধু হারই বরণ করতে হয়েছে তাদের।