Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

গাজায় থামলেও পশ্চিম তীরে হামলা ইসরায়েলের, নিহত ১০

জেনিনের সড়কে ইসরায়েলের সামরিক যান।
জেনিনের সড়কে ইসরায়েলের সামরিক যান।
[publishpress_authors_box]

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে সামরিক অভিযান বন্ধ করার তিন দিন না যেতেই দেশটির আরেক অঞ্চল পশ্চিম তীরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক কিশোরসহ ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৩৫ জন।

আহতদের মধ্যে সরকারি হাসপাতালের তিনজন চিকিৎসক ও দুজন নার্স রয়েছেন বলে খবর পাওয়া গেছে।            

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সকালে পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলের বড় ধরনের সামরিক অভিযানে আট জন পুরুষ ও একটি ১৬ বছরের কিশোর নিহত হয়।

এছাড়া শহরের উত্তর-পূর্বে তিয়ানিক গ্রামে আরও এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়।

ফিলিস্তিনের সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে বিবিসি জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে জেনিন শহরে একের পর এক বিমান হামলা চালানো হয়। এসময় শহরের ভেতরে সাঁজোয়া বুলডোজার নিয়ে প্রবেশ করে ইসরায়েলি সেনারা।

ফিলিস্তিনে এই হামলার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনগুলোর ঘাঁটি হিসেবে পরিচিত জেনিনে সন্ত্রাসবাদ পরাজিত করার লক্ষ্যে সেখানে ব্যাপক আকারে সামরিক অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, “গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেন ও পশ্চিম তীরে ইরানি অক্ষের বিরুদ্ধে আমরা পদ্ধতি অনুসরণ করে কাজ করছি।”

যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতায় গত রবিবার ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাস দীর্ঘ ১৫ মাস ধরে চলা যুদ্ধে বিরতি দিতে রাজি হয়। যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে ধাপে ধাপে ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে।

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার তিনদিনের মাথায় মঙ্গলবার পশ্চিম তীরের জেনিনে হামলা চালাল ইসরায়েল।

আশঙ্কা করা হচ্ছে, ওই অঞ্চলে হামলা আরও বাড়াবে জায়নবাদী রাষ্ট্রটি। তার ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীরা মঙ্গলবার রাতভর তাণ্ডব চালায় জেনিনে।

ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার রাজাব বার্তা সংস্থা এএফপিকে বলেন, মঙ্গলবার সকালে জেনিনে বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর নির্বিচারে গুলি চালায় ইসরায়েলি বাহিনী।

জেনিনের গভর্নর কামাল আবু আল-রাব বলেন, “হঠাৎ এখানে হামলা করে ইসরায়েলিরা। শহরের সর্বত্র দেখা যাচ্ছে তাদের সামরিক যান। আকাশে চক্কর দিচ্ছে তাদের হেলিকপ্টার। জেনিনের শরণার্থী শিবির দখল করতে মরিয়া তারা।”

স্থানীয়দের বরাতে পশ্চিম তীরের বার্তা সংস্থা ওয়াফা বলেছে, জেনিন শরনার্থী শিবির পুরোপুরি দখলে নিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তাদের সাঁজোয়া বুলডোজার শহরের বেশ কয়েকটি রাস্তা খুঁড়ে এফোঁড়-ওফোঁড় করে দিয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত