Beta
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
Beta
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

দুই দিনেই ‘দেভারা: পার্ট ওয়ান’ এর আয় প্রায় ২৫০ কোটি রুপি

Devara Part One
[publishpress_authors_box]

শুক্রবার মুক্তি পেয়েই বক্স অফিসে ঝড় তুলেছে দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা জুনিয়র এনটিআর অভিনীত সিনেমা ‘দেভারা: পার্ট ওয়ান’।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, তেলেগু নির্মাতা কোরাতাল শিবা পরিচালিত এই সিনেমা মুক্তির দুই দিনেই সারা বিশ্বজুড়ে আয় করেছে ২৪৩ কোটি রুপি। এর মধ্যে ভারতে আয় ১০০ কোটি রুপির বেশি।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে বক্স অফিসে বিশ্বব্যাপী ১৩৫ কোটি রুপি আয় করেছে ছবিটি। যার ভেতর শুধু মাত্র ভারতেই ছিল ৭৬ কোটি রুপি।

সিনেমাটির প্রথম দিনের আয়ের বড় অংশই এসেছে তেলেগু ইন্ডাস্ট্রি থেকে — প্রায় ৮০ শতাংশ ।

‘আরআরআর’ সিনেমার দুই বছর পর আবারও বড় পর্দায় দেখা গেল জুনিয়র এনটিআরকে।

অ্যাকশনধর্মী সিনেমাটিতে অভিনয় করেছেন সাইফ আলি খান ও জাহ্নবী কাপুর।

জুনিয়র এনটিআর ও জাহ্নবীর জুটি এই ছবির অন্যতম মূল আকর্ষণ। আর খল চরিত্রে দেখা গেছে সাইফকে।

জুনিয়র এনটিআরকে দুই রূপে দেখা যাবে ‘দেভারা’-তে! একই সাথে ‘দেভারা’ আর ‘বরদ’ হয়ে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন। জাহ্নবী কাপুরের চরিত্রের নাম ‘থংগম’ আর সাইফ আলী খানকে ‘ভৈরা’ চরিত্রে দেখা যাবে।

হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে এই ছবিটি।

তবে ‘দেভারা’ এখনো বলিউডের ‘স্ত্রী টু’-এর দাপটে রাশ টেনে ধরেনি। মুক্তির এক মাসের বেশি সময় পরও সিনেমাটি দেখার জন্য দর্শকের ভিড় প্রেক্ষাগৃহগুলোতে।

রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত ছবিটি ভারতের বক্স অফিস থেকে আয় করেছে প্রায় ৬১১ কোটি রুপি। এটিই প্রথম হিন্দি ছবি, যা মাত্র ছয় সপ্তাহে ৬০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। সারা দুনিয়ায় এই ছবির আয় ৮৫৫ কোটি রুপির কিছুটা বেশি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত