Beta
বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

প্রথম ম্যাচে ২০৭ করে জেতা ঢাকা ৬৪ তে অলআউট

ঢাকার দেওয়া ৬৫ রানের লক্ষ্য তাড়া করতে ৪৪ রান করেন চট্টগ্রামে জয়। ছবি : বিসিবি
ঢাকার দেওয়া ৬৫ রানের লক্ষ্য তাড়া করতে ৪৪ রান করেন চট্টগ্রামে জয়। ছবি : বিসিবি
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

এনসিএল টি-টোয়েন্টির প্রথমদিন ২০৬ রান তাড়া করে জিতেছিল ঢাকা বিভাগ। ওই ম্যাচে পারফ্যাক্ট টি-টোয়েন্টি উপহার দিয়ে শেষ বলে ছক্কা মেরে ৫ রানের দুরত্ব মিটিয়েছিল দলটি। এক ম্যাচ পর চট্টগ্রাম বিভাগের কাছে মাত্র ৬৪ রানে অলআউট তারা। ম্যাচও হেরেছে ১০ উইকেটে।

সিলেটের বিপক্ষে বিশাল স্কোর তাড়া করে জেতার পর টানা দুই ম্যাচ হারল ঢাকা বিভাগ। আগের ম্যাচে রংপুরের কাছে হেরেছিল তারা। চট্টগ্রামের বিপক্ষে আজ মাত্র ১৬.৪ ওভারে অলআউট হয় ঢাকা। তাইবুর রহমানের ৩০ রান ছাড়া আর কারও দু’অঙ্কের ঘরে রান নেই।

চট্টগ্রামের বাঁহাতি পেসার ঢাকার শুরুর চার উইকেট একাই নিয়েছেন। মাত্র ৪ ওভারে ১টি মেডেন ও ১১ রানে ৪ শিকার তার। এছাড়া ইরফান হোসেন, আহমেদ শরিফ ও মাহমুদুল হাসান জয় ২টি করে উইকেট নেন।

জবাবে জয়ের ৩৭ বলে ৪৪ ও তামিম ইকবালের ২৯ বলে ২১ রানে ১১ ওভারে ম্যাচ শেষ করে চট্টগ্রাম। ঢাাকার ক্রিকেটে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন ৪৪ রানে অলআউট হয়েছিল খুলনা টাইটান্স। এছাড়া ৫৮ রানে বরিশাল বুলস।

এছাড়া বিপিএলের বাইরে দেশের ক্রিকেটে সর্বনিম্ন রানের রেকর্ড প্রিমিয়ার লিগে। ২০০২ সালে জাতীয় লিগের ওয়ানডেতে সিলেটের বিপক্ষে চট্টগ্রাম করেছিল ৩০ রান। এছাড়া ২০১৩ সালে খুলনার ৪১ ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ৪৬ রান সর্বনিম্ন।

দিনের অন্য ম্যাচে টানা তৃতীয় জয় পেয়েছে ঢাকা মেট্রো। আগে ব্যাট করে ১৮ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান করে ঢাকা। কুয়াশার কারণে ম্যাচ দেরিতে শুরু হওয়ায় চার ওভার কাটা হয়। ঢাকা মেট্রোর ১৪৭ রানের টার্গেটে খেলতে নেমে ৮ উইকেটে ১৪০ রানে থামে খুলনা। ম্যাচ হারে ৬ রানে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত