Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

পাঁচ জয়ে সবার আগে রংপুর

আলাউদ্দিন বাবুর ক্যাচ বাউন্ডারী লাইনে রংপুরের দুই ফিল্ডারের দারুণ বোঝা পড়ায় লুফে নিলেন। ছবি : রংপুর রাইডার্স
আলাউদ্দিন বাবুর ক্যাচ বাউন্ডারী লাইনে রংপুরের দুই ফিল্ডারের দারুণ বোঝা পড়ায় লুফে নিলেন। ছবি : রংপুর রাইডার্স
[publishpress_authors_box]

মাত্র ১১১ রানের লক্ষ্য তাড়া করে রংপুর রাইডার্স জিতবে কিনা সেই প্রশ্ন নয়। প্রশ্ন ছিল রংপুর কত ওভার ও উইকেট হাতে রেখে জেতে। উইকেট ও ওভার যত বেশি হাতে থাকবে তত নেট রান রেট বাড়বে।

মাত্র ১৩.২ ওভারে ৭ উইকেটের জয়ে রান রেটের ঘরটা খুব সমৃদ্ধ করেছে রংপুর। সবার আগে ৫ ম্যাচের সবকটি জিতে তারা ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে। দলটির রান রেট দাঁড়িয়েছে ২.০০। দ্বিতীয় অবস্থানে ২ম্যাচ থেকে দুটিতে জেতা খুলনা টাইগার্সের ১.৪২ রান রেটে ৪ পয়েন্ট।

ঢাকা ক্যাপিটালসকে টানা চতুর্থ ম্যাচে হারের স্বাদ দেওয়ার পথে রংপুর ইনফর্ম ব্যাটার অ্যালেক্স হেলসের ব্যাটে সহজ জয় পেয়েছে। গত ম্যাচের সেঞ্চুরিয়ান মাত্র ২৭ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৪ করেছেন। নিচের দিকে খুশদিল শাহ ১৩ বলে ২৭ রানে অপরাজিত থেকে ম্যাচ জয় নিশ্চিত করেন।  

লিটন আর ঢাকার ভাগ্য ব্যর্থতার বৃত্তে ঘুরছে

ভেন্যু বদলেছে, উইকেট বদলেছে; কিন্তু লিটন দাস ও ঢাকা ক্যাপিটালসের ভাগ্যের পরিবর্তন হয়নি। দলের ব্যাটিং ব্যর্থতা যেন লিটনের ব্যর্থতার প্রতিচ্ছ্ববি। রংপুর রাইডার্সের বিপক্ষে সিলেটে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৬.৩ ওভারে ১১১ রানে অলআউট হয়েছে ঢাকা।

ব্যাটারের ব্যর্থতায় দলের প্রভাবিত হওয়ার উদাহরণটা কমই দেখা যায়। বাকি ব্যাটাররা পারফরম্যান্স করে একজনের কমতি ঢেকে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের মূল ব্যাটারই লিটন দাস। তার ওপর ভরসা করে আছে পুরো দল। কিন্তু লিটন আশা মেটাতে ব্যর্থ।

জাতীয় দলের হয়ে লিটনের রান খরা বিপিএলেরও এসেছে। প্রথম ম্যাচে ৩১ রান করার পর তিন ইনিংস থেকে লিটনের ব্যাটে এসেছে ০, ২ ও ৯ রান। রংপুরের বিপক্ষে ১৩ বল খেলে সময় নিয়েও ভালো করতে পারেননি লিটন। প্রিয়

লিটনকে আর ওপেনিংয়ে নয়, মিডলঅর্ডারে নামিয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। কিন্তু জায়গা বদলেও সুখকর কিছু হয়নি লিটনের। এছাড়া শুরুর দিকে ১২ বলে ১৪ রান করা হাবিবুর রহমান সোহান, জেসন রয় মেহেদির নিচু হওয়া বলে ১২ বলে ১৮ রানে বোল্ড হন।

তানজিদ তামিমও ওপেন থেকে ডিমোশন হয়ে তিনে নেমে ১৬ বলে ২০ রান করেছেন। তিন ব্যাটারের ঝড়ো ইনিংসগুলোতে ৭ ওভারের মধ্যে ৬২ রান পায় ঢাকা। কিন্তু এরপর ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১১১ রানে অলআউট হয়ে যেতে হয় ঢাকাকে। নিচের দিকে মোসাদ্দেক ৯ বলে ১২ ও আলাউদ্দিন বাবু ১৬ বলে ১৬ রান করেন।

টস জিতে বোলিং নিল রংপুর

টানা তিন ম্যাচ হেরে পয়েন্ট তালিকার তলানীর দিকে ঢাকা ক্যাপিটালস। হই-হুল্লোড় তুলে ফ্র্যাঞ্চাইজিটির বিপিএল অভিষেক মাটি হওয়ার পথে। স্বাগতিক হিসেবে তিন ম্যাচ হারার পর সুসময়ের খোঁজে তারা।

নতুন ভেন্যুতে ভাগ্য অবশ্য শুরুতে সঙ্গ দেয়নি। রংপুর রাইডার্সের বিপক্ষে টসে হেরেছে ঢাকা। টস জিতে ঢাকাকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানায় রংপুর।

দলে বেশ কিছু পরিবর্তন এনে আজকের ম্যাচে নেমেছে ঢাকা। সুযোগ পেয়েছেন সাব্বির রহমান, হাবিবুর রহমান সোহানদের মতো মারকুটে ব্যাটাররা। এছাড়া ইংলিশ তারকা জেসন রয়ও আছেন ঢাকার একাদশে। আইপিএল অভিজ্ঞ এই ব্যাটারের অন্তর্ভুক্তি ব্যাটিং সমস্যায় ভুগতে থাকা ঢাকাকে কিছুটা স্বস্তি দেবে।

এছাড়া গত ম্যাচে অধিনায়ক থিসারা পেরেরা সেঞ্চুরি ঢাকাকে আত্মবিশ্বাস দেবে। ওদিকে শুরুতে দল না পেলেও টুর্নামেন্টের মাঝপথে ঢাকায় ডাক পাওয়া ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ মোসাদ্দেক হোসেন সৈকতও আছেন এই ম্যাচে।

সবমিলিয়ে সিলেটে নিজেদের প্রথম ম্যাচে বেশ গুছিয়েই নামছে ঢাকা। কিন্তু উড়তে থাকা রংপুরকে থামানো তাদের জন্য কঠিন। রংপুর আগের ম্যাচেই দুইশো রান তাড়া করে জিতেছে।

ঢাকা ক্যাপিটালস : থিসারা পেরেরা (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, জেসন রয়, সাব্বির রহমান, আমির হামজা, মুকিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, আলাউদ্দিন বাবু।

রংপুর রাইডার্স : নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, আজিজুল হাকিম তামিম, কামরুল ইসলাম রাব্বি, শেখ মেহেদি হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, অ্যালেক্স হেলস, আকিফ জাভেদ।

লিটন আর ঢাকার ভাগ্য ব্যর্থতার বৃত্তে ঘুরছে

ভেন্যু বদলেছে, উইকেট বদলেছে; কিন্তু লিটন দাস ও ঢাকা ক্যাপিটালসের ভাগ্যের পরিবর্তন হয়নি। দলের ব্যাটিং ব্যর্থতা যেন লিটনের ব্যর্থতার প্রতিচ্ছ্ববি। রংপুর রাইডার্সের বিপক্ষে সিলেটে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৬.৩ ওভারে ১১১ রানে অলআউট হয়েছে ঢাকা।

ব্যাটারের ব্যর্থতায় দলের প্রভাবিত হওয়ার উদাহরণটা কমই দেখা যায়। বাকি ব্যাটাররা পারফরম্যান্স করে একজনের কমতি ঢেকে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের মূল ব্যাটারই লিটন দাস। তার ওপর ভরসা করে আছে পুরো দল। কিন্তু লিটন আশা মেটাতে ব্যর্থ।

জাতীয় দলের হয়ে লিটনের রান খরা বিপিএলেরও এসেছে। প্রথম ম্যাচে ৩১ রান করার পর তিন ইনিংস থেকে লিটনের ব্যাটে এসেছে ০, ২ ও ৯ রান। রংপুরের বিপক্ষে ১৩ বল খেলে সময় নিয়েও ভালো করতে পারেননি লিটন। প্রিয়

লিটনকে আর ওপেনিংয়ে নয়, মিডলঅর্ডারে নামিয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। কিন্তু জায়গা বদলেও সুখকর কিছু হয়নি লিটনের। এছাড়া শুরুর দিকে ১২ বলে ১৪ রান করা হাবিবুর রহমান সোহান, জেসন রয় মেহেদির নিচু হওয়া বলে ১২ বলে ১৮ রানে বোল্ড হন।

তানজিদ তামিমও ওপেন থেকে ডিমোশন হয়ে তিনে নেমে ১৬ বলে ২০ রান করেছেন। তিন ব্যাটারের ঝড়ো ইনিংসগুলোতে ৭ ওভারের মধ্যে ৬২ রান পায় ঢাকা। কিন্তু এরপর ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১১১ রানে অলআউট হয়ে যেতে হয় ঢাকাকে। নিচের দিকে মোসাদ্দেক ৯ বলে ১২ ও আলাউদ্দিন বাবু ১৬ বলে ১৬ রান করেন।

টস জিতে বোলিং নিল রংপুর

টানা তিন ম্যাচ হেরে পয়েন্ট তালিকার তলানীর দিকে ঢাকা ক্যাপিটালস। হই-হুল্লোড় তুলে ফ্র্যাঞ্চাইজিটির বিপিএল অভিষেক মাটি হওয়ার পথে। স্বাগতিক হিসেবে তিন ম্যাচ হারার পর সুসময়ের খোঁজে তারা।

নতুন ভেন্যুতে ভাগ্য অবশ্য শুরুতে সঙ্গ দেয়নি। রংপুর রাইডার্সের বিপক্ষে টসে হেরেছে ঢাকা। টস জিতে ঢাকাকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানায় রংপুর।

দলে বেশ কিছু পরিবর্তন এনে আজকের ম্যাচে নেমেছে ঢাকা। সুযোগ পেয়েছেন সাব্বির রহমান, হাবিবুর রহমান সোহানদের মতো মারকুটে ব্যাটাররা। এছাড়া ইংলিশ তারকা জেসন রয়ও আছেন ঢাকার একাদশে। আইপিএল অভিজ্ঞ এই ব্যাটারের অন্তর্ভুক্তি ব্যাটিং সমস্যায় ভুগতে থাকা ঢাকাকে কিছুটা স্বস্তি দেবে।

এছাড়া গত ম্যাচে অধিনায়ক থিসারা পেরেরা সেঞ্চুরি ঢাকাকে আত্মবিশ্বাস দেবে। ওদিকে শুরুতে দল না পেলেও টুর্নামেন্টের মাঝপথে ঢাকায় ডাক পাওয়া ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ মোসাদ্দেক হোসেন সৈকতও আছেন এই ম্যাচে।

সবমিলিয়ে সিলেটে নিজেদের প্রথম ম্যাচে বেশ গুছিয়েই নামছে ঢাকা। কিন্তু উড়তে থাকা রংপুরকে থামানো তাদের জন্য কঠিন। রংপুর আগের ম্যাচেই দুইশো রান তাড়া করে জিতেছে।

ঢাকা ক্যাপিটালস : থিসারা পেরেরা (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, জেসন রয়, সাব্বির রহমান, আমির হামজা, মুকিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, আলাউদ্দিন বাবু।

রংপুর রাইডার্স : নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, আজিজুল হাকিম তামিম, কামরুল ইসলাম রাব্বি, শেখ মেহেদি হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, অ্যালেক্স হেলস, আকিফ জাভেদ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত