Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

জানা গেল কবে হচ্ছে ফোক ফেস্ট

ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট, ফোক ফেস্ট, আর্মি স্টেডিয়াম
২০১৫ সালে প্রথমবার অনুষ্ঠিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট।
[publishpress_authors_box]

পাঁচ বছরের অপেক্ষার অবসান! ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট আবার ফিরছে। করোনা মহামারির কারণে বন্ধ থাকার পর, সুর-তালের এই অনন্য উৎসব আবার শ্রোতাদের মন মাতাতে প্রস্তুত।

২০১৯ সাল পর্যন্ত টানা পাঁচবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত হয়েছে ফোক ফেস্ট। তিন দিনব্যাপী এই উৎসবের অপেক্ষায় থাকতেন সঙ্গীতপ্রেমী যেখানে দেশি-বিদেশি লোকগানের সুর-তালের মোহনায় ডুব দিতেন শ্রোতারা।

তবে ২০২০ সালের করোনা মহামারির পর থেকেই বন্ধ ছিল এই আয়োজন। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে আবারও হবে ফোক ফেস্ট। অবশেষে এল সেই ঘোষণা।

আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশনস রোববার নিশ্চিত করেছে যে আসছে জানুয়ারিতেই আবার বসবে দেশি-বিদেশি এই লোকগানের আসর।

প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন গণমাধ্যমে বলেন, পাঁচ বছর ধরে বহুবার এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন কেন ফোক ফেস্ট হচ্ছে না।

“অবশেষে তাদের উদ্দেশে বলতে চাই, আসছে জানুয়ারিতে আর্মি স্টেডিয়ামেই বসছে ফোক ফেস্টের ৬ষ্ঠ আসর,” তিনি বলেন।

তানভীর বলেন তারা সকল প্রস্তুতি নিয়ে রেখেছিলেন, কিন্তু আর্মি স্টেডিয়ামের অনুমতির জন্য অপেক্ষা করছিলেন। “সম্প্রতি অনুমতি পেয়েছি বলে এখন তারিখ ঘোষণা করছি। জানুয়ারির ২৩, ২৪ ও ২৫ তারিখে বসছে ফোক ফেস্টের ৬ষ্ঠ আসর। এটাই চূড়ান্ত।“

দেশ-বিদেশের কোন শিল্পীরা অংশ নেবেন, সেটিও প্রায় চূড়ান্ত হয়েছে জানিয়ে তানভীর বলেন শতভাগ চূড়ান্ত হলেই সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

২০১৫ সালে প্রথমবার অনুষ্ঠিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত