Beta
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫

তাসকিনের রেকর্ডে রাজশাহীর সহজ জয়

Capture
[publishpress_authors_box]

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সেরা বোলিং ফিগার গড়া তাসকিন আহমেদ আগেই কাজ এগিয়ে রেখেছিলেন। এনামুল হক বিজয় নেতৃত্বের দায়িত্ব সামলে পরের কাজ সেরেছেন। দলকে এনে দিয়েছেন ৭ উইকেটে বড় জয়।

ঢাকা ক্যাপিটালসের দেওয়া ১৭৫ রানের লক্ষ্যে নেমে রাজশাহী ১৮.১ ওভারেই ম্যাচ জিতেছে। রায়ান বার্লকে নিয়ে ১০৬ রানের ‍জুটিতে জয় সহজ করেছেন বিজয়। রাজশাহী অধিনায়ক ৪৬ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৭৩ রানে অপরাজিত ছিলেন। এদিকে জিম্বাবুয়ান রায়ান বার্ল ৩৩ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৫ রানে অপরাজিত ছিলেন।

এতে টানা দ্বিতীয় ম্যাচে হার হজম করল ঢাকা ক্যাপিটালস। বিপরীতে প্রথম জয়ের দেখা পেল দুর্বার রাজশাহী। দলটির অধিনায়ক বিজয় টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি ছাড়ানো ইনিংস খেললেন। গত ম্যাচে নব্বইয়ের ঘরে ইনিংস খেলা ইয়াসির আলি করেছেন ২০ বলে ২২ রান।

এর আগে তাসকিন মাত্র ১৮ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন। যা স্বীকৃত ক্রিকেটে তৃতীয় সেরা বোলিং ফিগার এবং বাংলাদেশের কোন বোলারের সেরা।

তাসকিনের অবিশ্বাস্য কীর্তি

অল্পের জন্য হ্যাটট্রিকটাই শুধু হয়নি। এর বাইরে অর্জনের খাতায় একের পর এক সাফল্য টুকে নিলেন তাসকিন আহমেদ। মিরপুরের কুয়াশাচ্ছন্ন দিনে পেস বোলিংয়ের সেরা ছন্দ দেখিয়ে অবিশ্বাস্য কীর্তি গড়লেন।

বৃহস্পতিবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্বার রাজশাহীর হয়ে ১৯ রানে ৭ উইকেট নিয়েছেন তাসকিন। যা তার ক্যারিয়ারের সেরা তো বটেই, বাংলাদেশের হয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার। ইনিংসের শেষ ওভারে তিন উইকেট নিয়েছেন বাংলাদেশ পেসার।

এই ফরম্যাটে এতদিন ১০ রানে মোস্তাফিজুর রহমানের ৬ উইকেট ছিল বাংলাদেশের সেরা বোলিং। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মুস্তাফিজুর রহমান যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওই কীর্তি গড়েছিলেন। তাসকিন জাতীয় দলের জার্সিতে না হলেও স্বীকৃত টি-টোয়েন্টিতে সেই কীর্তি টপকে গেলেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি হিসেবে মুস্তাফিজের বোলিং কীর্তি এখনও শীর্ষে। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭ উইকেটে বেশি পায়নি কোন বোলার। এমন ঘটনা আছে মাত্র দুটি। মালয়েশিয়ার বোলার সাজরুল ইদ্রিস চীনের বিপক্ষে আর কলিন আকারম্যান লেস্টারের হয়ে বিয়ারসের বিপক্ষে ৭ উইকেট নেন। তাদের পরেই এখন তাসকিনের নাম।

ঢাকার ইনিংসে শেষ চার উইকেটের সবকটি তাসকিনের দখলে। শেষ ওভারে মাত্র ২ রান দিয়ে তিন উইকেটে নিয়েছেন। ওভারের দ্বিতীয় বলে আলাউদ্দিন বাবুকে মিডউইকেটে রায়ান বার্লের ক্যাচ বানান। পরের বলে মুকিদুল ইসলাম মুদ্ধকে সরাসরি বোল্ড করেন। এক বল পর ২৪ রান করা শুভাম রঞ্জনকে মোহাম্মদ হারিসের ক্যাচে পরিণত করেন।

বিপিএলে এ নিয়ে দ্বিতীয়বার ইনিংসে ৫ উইকেট শিকার করলেন তাসকিন। আগেরটি ছিল ২০১৬ সালে। ঢাকার ইনিংসের শুরুতে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাসকে ফেরান তাসকিন। মাঝের ওভারে শাহাদাত হোসেন ও চতুরঙ্গা ডি সিলভার উইকেটও নেন।

তাসকিনের কীর্তির আগে শাহাদাত হোসেন দিপুর ৪১ বলে ৫০ ও স্টিফেন এসকিনাজির ২৯ বলে ৪৬ রানে ৯ উইকেটে ১৭৪ রানের ভালো সংগ্রহ পায় ঢাকা ক্যাপিটালস।

টস জিতে আগে ব্যাটিংয়ে ঢাকা

কুয়াশায় ঢাকা মাঠ, মেঘলা আবহাওয়া এবং কনকনে বাতাশ। ইংলিশ কন্ডিশনকে মনে করিয়ে দেওয়া এমন আবহাওয়ায় ক্রিকেটে টস জিতলে কি করতে হবে তা সহজেই অনুমান করা যায়। ঢাকা ক্যাপিটালস অধিনায়ক থিসারা পেরেরা অবশ্য করলেন উল্টোটা। টিস জিতে আগে ব্যাটিং নিয়েছেন তিনি।

নিজেদের প্রথম ম্যাচে দুই দলই হেরেছে। রাজশাহীর চেয়ে ঢাকার হার বেদনাদায়ক। রাজশাহী টুর্নামেন্টে অন্যতম ফেভারিট বরিশালের বিপক্ষে ১৯৭ রানের বিশাল স্কোর গড়েছিল। কিন্তু সেই রান টপকে গেছে বরিশাল।

কিন্তু ঢাকা এমন বড় স্কোর গড়তে পারেনি। রংপুরের বিপক্ষে ১৯২ রানের লক্ষ্যে নেমে অলআউট হয় ১৫১ রানে। দলটির হয়ে দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস ছাড়া কেউই রান করতে পারেননি।

দুই দলই তাই আসরে নিজেদের প্রথম জয়ের খোঁজে থাকবে।

ঢাকা ক্যাপিটালস : তানজীদ হাসান তামিম, লিটন দাস, শাহাদাত হোসেন দিপু, স্টিফেন এসকিনাজি, থিসারা পেরেরা (অধিনায়ক), চাতুরাঙ্গা ডি সিলভা, শুভাম রঞ্জন, আলাউদ্দিন বাবু, মুকিদুল ইসলাম, নাজমুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

দুর্বার রাজশাহী : এনামুল হক বিজয় (অধিনায়ক), মোহাম্মদ হারিস, জিসান আলম, সাব্বির হোসেন, ইয়াসির রাব্বি, রায়ান বার্ল, তাসকিন আহমেদ, হাসান মুরাদ, মোহর শেখ, শফিউল ইসলাম।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত