Beta
শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

১৯৩ করেও ঢাকা ক্যাপিটালসের টানা হারের রেকর্ড

jakir
[publishpress_authors_box]

জয়ের দেবী হয়তো মুখ দেখাবে না ঢাকা ক্যাপিটালসকে। এ ছাড়া দলটির টানা হারের আর কোন কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না।

গত ম্যাচে চিটাগংয়ের বিপক্ষে ১৭৭ রান করেও হেরেছিল ঢাকা ক্যাপিটালস। শুক্রবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১৯৩ রান করেছিল তারা। তবুও হার জুটেছে কপালে।

এ নিয়ে টানা ৬ ম্যাচ জিতল ঢাকা ক্যাপিটালস। গত আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজি দুর্দান্ত ঢাকা হেরেছিল টানা ১১ ম্যাচ। দুই আসর মিলিয়ে এই ফ্র্যাঞ্চাইজি হারল টানা ১৭ ম্যাচ।

স্বীকৃত টি-টোয়েন্টিতে এতদিন টানা হারের রেকর্ড ছিল ১৬ ম্যাচ। ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত জিম্বাবুয়ে এই ফরম্যাটে টানা হেরেছিল। সেই রেকর্ড টপকে শীর্ষে উঠল ঢাকা ফ্র্যাঞ্চাইজি।

এবারের বিপিএলে রান হচ্ছে। সেই সঙ্গে বড় রান তাড়া করেও জয়ের দেখা মিলছে। সেই বিশ্বাস নিয়েই সিলেটের জাকির হাসান উড়ন্ত সূচনা এনে দেন দলকে। তিনে নামা এই ব্যাটার মাত্র ২৭ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৫৮ রান করে ১০ ওভারের মধ্যে একশ রান এনে দেন দলকে।

পরের দিকে রনি তালুকদারের ২০ বলে ৩০, জাকের আলির ১৭ বলে ২৪ ও আরিফুল হকের ১৫ বলে ২৮ রানে আসরে প্রথম জয়ের দেখা গেল সিলেট। এবারের আসরে জয়ের দেখা না পাওয়া একমাত্র দল হয়ে রইল ঢাকা ক্যাপিটালস।

লিটনের ব্যাট হাসল

গত ১০ ইনিংসে যে কোন ফরম্যাটের খেলাই হোক লিটন দাস ছিলেন ব্যর্থ। ব্যাটে রান নেই। চাপ বাড়ছিল। তাই বিপিএলের একাদশ থেকেও বিশ্রাম দেওয়া হয় এই ব্যাটারবকে। ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেননি সবশেষ ম্যাচটি।

বিশ্রাম লিটনকে চাঙা করে ফেরালো শুক্রবারের ইনিংসের পর তা বলাই যায়। লম্বা সময় পর ব্যাটে রান পেলেন জাতীয় দলের ওপেনার। করেছেন ৪৩ বলে ১০ চার ও ১ ছক্কায় ৭৩ রান।

লিটনের সঙ্গে হারিয়ে যাওয়া মুনিম শাহরিয়ারও রান পেয়েছেন। এই আসরে প্রথম সুযোগ পেয়ে ৪৭ বলে ৭ চার ও ১ ছক্কায় করেছেন ৫২ রান। দুজনের ১২৯ রানের জুটিতে নিজেদের সেরা সংগ্রহ পেয়েছে ঢাকা ক্যাপিটালস।

গত ম্যাচেও বড় সংগ্রহ পেয়েছিল দলটি। কিন্তু চিটাগং কিংসের কাছে হার ঠেকাতে পারেনি। শুক্রবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দলীয় রান আরও বাড়াতে পেরেছে ঢাকা। লিটন-শাহরিয়ার জুটিতে ৬ উইকেটে ১৯৩ রান করেছে তারা।

নিজের দিকে আগের ম্যাচে ৮২ রান করা সাব্বির রহমান ১০ বলে করেছেন ২৩ রান। আর থিসারা পেরেরা ৯ বলে করেছেন ১৮। আগের ম্যাচের একাদশ থেকে এই ম্যাচে ৫ পরিবর্তন নিয়ে নেমেছিল ঢাকা। টানা ৫ ম্যাচ হারা দলটি একটি জয়ের খোঁজে মরিয়া। তালিকার তলানীর সিলেটের বিপক্ষে জয়ের দেখা পাবে কি ঢাকা!

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত