খুন-ধর্ষণের প্রতিবাদের পাশাপাশি লাঠি মিছিল থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করা হয়। ছবি : হারুন অর রশীদধর্ষকের উপযুক্ত শাস্তি ও যৌন হয়রানি বন্ধের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মিছিল। ছবি : হারুন অর রশীদপ্রতিবাদ মিছিল থেকে ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। ছবি : হারুন অর রশীদদ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষকের বিচারের দাবি জানিয়েছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি জোট। ছবি : হারুন অর রশীদশিশু আছিয়ার ধর্ষকদের অবিলম্বে মৃত্যুদণ্ডের দাবিও জানানো হয় মানববন্ধন থেকে। ছবি : হারুন অর রশীদঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ। ছবি : হারুন অর রশীদরবিবার ঢাকায় যেসব বিক্ষোভ মিছিল হয়েছে সেগুলোয় অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। ছবি : হারুন অর রশীদমাগুরায় আট বছরের শিশু ধর্ষণের প্রতিবাদ ছড়িয়ে পড়েছে পুরো দেশজুড়ে। ছবি : হারুন অর রশীদঅপাজেয় বাংলার পাদদেশে অনেকগুলো সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। ছবি : হারুন অর রশীদসবারই দাবি ছিল ধর্ষকের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা। ছবি : হারুন অর রশীদ