Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপ

হ্যাটট্রিক চ্যাম্পিয়ন দিয়া

দিয়া সিদ্দিকীর স্বপ্ন ভঙ্গ হয়েছে। এবার অলিম্পিকে এভাবে দেখা যাবে না তাকে। ছবি: সংগৃহীত।
দিয়া সিদ্দিকীর স্বপ্ন ভঙ্গ হয়েছে। এবার অলিম্পিকে এভাবে দেখা যাবে না তাকে। ছবি: সংগৃহীত।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় আর্চারিতে টানা তিনবার চ্যাম্পিয়ন হলেন দিয়া সিদ্দিকী। রিকার্ভ এককে মেয়েদের বিভাগে রবিবার ফাইনালে দিয়া হারিয়েছেন বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবের জ্যোতি রাণী চাকমাকে।

রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে দিয়া এলিমিনেশন রাউন্ড থেকে ফাইনালে পৌঁছাতে প্রতিপক্ষকে কোনও সেটই জিততে দেননি। সব পর্বেই তিনি সরাসরি ৬-০ সেটে জিতেছেন। ফাইনালেও ৫ সেটের প্রয়োজন হয়নি। চার সেটে খেলা শেষ করেছেন বাংলাদেশ আনসারের এই আর্চার। তিনি জ্যোতি রানী চাকমাকে হারিয়েছেন ২-৬ সেট পয়েন্টে।

ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেও দলীয় দুই ইভেন্টে নারী দলগত ও মিশ্র দলগত রিকার্ভ কোনটিতেই ফাইনালে উঠতে পারেনি দিয়ার দল আনসার। মিশ্র বিভাগে রোমান সানার সঙ্গে জুটি গড়ে খেলেছিলেন। রোমান ও দিয়া জুটিকে ব্রোঞ্জ জিতে সন্তুষ্ট থাকতে হয়েছে। নড়াইল জেলা ক্রীড়া সংস্থার কাছে ৬-০ সেট পয়েন্টে হেরেছেন রোমান-দিয়া জুটি। ব্রোঞ্জের লড়াইয়ে বিকেএসপিকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়েছেন তারা।

বিকেএসপিতে দিয়া সিদ্দিকী সোনা জয়ের পর। ছবি: সংগৃহীত।

রিকার্ভ নারী ও পুরুষ দলগত দুই ইভেন্টেই ব্রোঞ্জ জিতেছেন রোমান ও দিয়া। এই জাতীয় চ্যাম্পিয়নশিপে রোমান ৩টি ব্রোঞ্জ ও দিয়া ১টি সোনা ও ২টি ব্রোঞ্জ জিতেছেন।

রিকার্ভ পুরুষ এককে আনসারের সাকিব মোল্লা চমক দেখিয়ে ফাইনালে উঠেছিলেন। তবে ফাইনালে পুলিশ ক্লাবের হাকিম আহমেদ রুবেলকে হারিয়ে চ্যাম্পিয়নশিপের বড় আকর্ষণ হতে পারেননি। এই ইভেন্টে সোনা জেতেন রুবেল।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত